নচিকেতা মানেই উন্মাদনা। নচিকেতার ফ্যানদের কাছে খুশির খবর নতুন ভাবে পাওয়া যাবে সংগীত শিল্পীকে।এই প্রথম একসঙ্গে নচিকেতা চক্রবর্তী, শ্রীজাত, জয় সরকার ও ওপার বাংলার ফারজানা সিফাত।
এবারে শ্রীজাত এর লেখায় জয় সরকার এর সুরে একসাথে গান গায়লেন নচিকেতা চক্রবর্তী ও ওপার বাংলার ফারজানা সিফাত। গানটির নাম “মিলিয়ে নিও”।দুই বাংলার সম্প্রীতির ছোঁয়া রয়েছে এই গানে।
এই গানের অ্যালবামের শ্যুটিং শেষ হল। কলকাতা শহরে হয়েছে গানের শ্যুটিং। গানটির ভিডিও পরিচালনা করেছেন পরিচালক সৌম্যজিত আদক। কয়েকদিন পরে মুক্তি পাবে এই গান । অভিনয় করেছেন শিল্পী নচিকেতা চক্রবর্তী ও ফারজানা সফিত নিজেই।এপার বাংলার মত ওপার বাংলাতেও নচিকেতা চক্রবর্তীর গুনমুগ্ধের সংখ্যা কিছু কম নয় । দুই বাংলার সঙ্গীত প্রেমীর কাছে এটি খুবই ভালো খবর ।