ওয়েব ডেস্ক: বলিউডে (Bollywood) গ্ল্যামার আর পারফরম্যান্স—দুটিরই সমান জনপ্রিয় নাম নোরা ফতেহি (Nora Fatehi)। ক্যামেরার সামনে এলেই তাঁকে ঘিরে ধরেন আলোকচিত্রীরা। আর এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral) হল নোরার একেবারে নতুন লুক।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেছেন নোরা। সেই ছবিতেই নজর কাড়ছে তাঁর স্টেজ লুক। ছবিতে দেখা যাচ্ছে, চেনা বেলি ড্যান্স পোজে ধরা দিয়েছেন অভিনেত্রী। কালো রঙের ফ্লোয়ি স্কার্টের সঙ্গে সোনালি ক্রপ টপ, পায়ে হাই হিলস—সব মিলিয়ে গ্ল্যামারাস অবতারে নোরা।
আরও পড়ুন: রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে নজর কাড়লেন আলিয়া ভাট!
ছবির ক্যাপশনে নোরা লিখেছেন, “স্টেজ থেকে আমার প্রিয় কয়েকটি মুহূর্ত। গোটা পারফরম্যান্স ইউটিউবে।” পোস্ট প্রকাশ্যে আসতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় ছবিগুলি। কমেন্ট সেকশনে ভেসে যাচ্ছে হার্ট ও ফায়ার ইমোজি। অনুরাগীরা কেউ লিখেছেন ‘স্টানিং’, কেউ আবার বলছেন ‘কুইন অফ ডান্স’।
View this post on Instagram
নোরার নতুন এই লুক আবারও প্রমাণ করল, স্টাইল হোক বা পারফরম্যান্স, ডিজিটাল দুনিয়ায় ট্রেন্ড তৈরি করতে তিনি বরাবরের মতোই এক ধাপ এগিয়ে।
দেখুন আরও খবর: