ভোজপুরি অভিনেত্রী নম্রতা মাল্লা সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয়। ইনস্টাগ্রামে তেত্রিশ বছর বয়সী নম্রতার ২২ লক্ষ ফলোয়ার রয়েছেন। নম্রতা তাঁর কেরিয়ারে মাত্র কয়েকটি মিউজিক ভিডিও করলেও সোশ্যাল মিডিয়ায় প্রায় প্রতিদিনই তাঁর হট-লুক দেখে নেটিজেনরা কুপোকাত। তিনি নিজেকে যথেষ্ট ফিট রাখার চেষ্টা করেন। নম্রতাকে কখনো বিকিনি আবার কখনও মনোকিনিতে ক্যামেরার সামনে দেখা যায়। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নম্রতা শেয়ার করেছেন তাঁর বোল্ড লুকের কিছু ফটোশুট। যার মধ্যে রয়েছে ব্রা ছাড়া কোট পরে ফটোশুট। এই সমস্ত বোর্ড ছবি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে।
নম্রতার হট স্টাইল নেটিজেনদের কাছে যথেষ্ট কৌতূহল তৈরি করে।প্রসঙ্গত,নম্রতা মাল্লা একজন দুর্দান্ত নৃত্যশিল্পী। তিনি সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই নাচের ভিডিও শেয়ার করে থাকেন। তার নাচের ভিডিও গুলো নেট দুনিয়ায় তাঁর সাহসী ছবিগুলোর মতন ভাইরাল হয়।