অবশেষে সমস্ত জল্পনার অবসান।আগামীকালই মুক্তি পেতে চলেছে ধামাকা-র ধামাকেদার ট্রেলার।কার্তিক আরিয়ান অভিনীত ছবি ধামাকা নিয়ে জল্পনা রয়েছে দীর্ঘদিন ধরেই।নেটফ্লিক্স কর্তৃপক্ষ ওয়েবে ছবির মুক্তির কথা ঘোষণা করলেও আদৌ কবে ছবি মুক্তি পাবে সেই খবর জানা যাচ্ছিল না।এখনও পর্যন্ত প্রকাশ্যে আসেনি রাম মাধবানি পরিচালিত এই ছবির ট্রেলারও।অবশেষে মিলল সুখবর।শোনা যাচ্ছে ইতিমধ্যেই ধামাকা-র মুক্তি নিয়ে পরিকল্পনা করে ফেলেছে নেটফ্লিক্স ইন্ডিয়া।আর খুব বেশিদিন অপেক্ষা করতে হবে না সিনেমাপ্রেমীদের।কারণ,আগামী ১৯নভেম্বর থেকেই নেটফ্লিক্সে শুরু হয়ে যাবে ধামাকা-র স্ট্রিমিং।আগামীকাল মুক্তি পাবে ছবির ট্রেলারও।ধামাকা-তে কার্তিক আরিয়ানের সঙ্গে অভিনয় করেছেন মৃণাল ঠাকুর,অমৃতা সুভাস ছাড়াও আরও অনেকেই।আপাতত সকলের উৎসাহ রয়েছে ছবির ট্রেলার নিয়েই।
আরও পড়ুন – নতুন ছবিতে কার্তিক আরিয়ান
View this post on Instagram