রামায়ণের সীতার চরিত্রে অভিনয়ের করার অফার পেয়েছিলেন করিনা কাপুর খান। চরিত্রটির জন্য ১২ কোটি টাকা পারিশ্রমিক চেয়েছিলেন বেবো ! আর তাতেই হাতছাড়া হয়েছিল সীতা। অভিনয়ের পারিশ্রমিক বাবদ ১২ কোটি টাকা চাওয়ায় সমালোচিতও হয়েছিলেন করিনা। পৌরাণিক কাহিনির ওপর ভিত্তি করে তৈরি হতে যাওয়া ছবিতে বেবো কী করে এত টাকা পারিশ্রমিক চাইতে পারেন? তা নিয়ে চর্চা করেছিলেন অনেকেই!
আরও পড়ুন: নবাবের অন্দরমহল
সদ্যই এক ইন্টারভিউ-তে সরাসরি বেবোকেই ১২ কোটির পারিশ্রমিক নিয়ে প্রশ্ন করেন সঞ্চালক। যদিও এব্যাপারে করিনার উত্তর থেকে গেল দুর্বোধ্যই! ঘাড় নাড়িয়ে তিনি উত্তর দেন, ‘ইয়া, ইয়া’। বেবোর উত্তর কেউই বুঝে উঠতে পারলেন না শেষ পর্যন্ত!
যদিও করিনার ১২ কোটির পারিশ্রমিকের প্রশ্নে কিন্তু তাঁর পাশে দাঁড়িয়েছিলেন বলিউডের স্টাররা। দক্ষিণের প্রিয়মণি থেকে শুরু করে তাপসী পান্নু, পূজা হেগড়ে অনেকেই করিনার পাশে থেকেছেন। তাঁদের মতে, বলিউডের পুরুষ অভিনেতারা যখন পারিশ্রমিক বাড়ান, তখন কেউই কোনও প্রতিবাদ করেন না। মহিলারা পারিশ্রমিক বাড়ালেই, তা সকলের চোখে পড়ে যায়। পুরুষ অভিনেতাদের পারিশ্রমিক বৃদ্ধি তাঁদের কেরিয়ারের সাফল্য হিসেবেই দেখে ইন্ডাস্ট্রি।
করিনার ১২কোটি পারিশ্রমিক চাওয়ার বিরুদ্ধ যুক্তিতে অনেকেই বলেছিলেন সীতার চরিত্রে অভিনয় করতে পারা সৌভাগ্য, এমন একটা সুযোগ পাওয়ার পর এতখানি পারিশ্রমিক যাওয়া যুক্তিসঙ্গত নয়। তবে এর বিরুদ্ধে সওয়াল করে বলিউডের অভিনেত্রীদের দাবি, রামায়ণে কোনও চরিত্রে অভিনয়ের অফার পেলে পুরুষ অভিনেতারা কি ফ্রি-তে কাজ করতেন ? অতিরিক্ত পারিশ্রমিকের পক্ষে- বিপক্ষে যুক্তি সাজানোর মধ্যেই করিনার এই রহস্যজনক ‘ইয়া, ইয়া’- উত্তর যে রহস্য আরও বাড়াল তা নিয়ে কিন্তু কোনও সন্দেহই নেই!
আরও পড়ুন: এবার কি বলিউডে তৈমুর?