জিৎ এর নতুন ছবি ‘রাবন’ এর শুভ মহরৎ হয়ে গেল।অভিনেতা জিতের সঙ্গে প্রথমবার জুটি বেঁধে কাজ করতে চলেছেন টলিউডের অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। খুব শীঘ্রই ছবির শ্যুটিং শুরুর খবর দিলেন অভিনেতা প্রযোজক জিৎ নিজেই। কিছুদিন আগেই এই ছবির প্রথম লুক প্রকাশ পেয়েছিল স্যোশাল মিডিয়ায়।
সেই লুক দেখে নেটিজেনদের মধ্যে সারা ফেলেছেন জিৎ। তথাকথিত মশলা ছবির সঙ্গে তালমিলিয়ে একটু অন্যরকম চরিত্র করছেন জিৎ। লুক নিয়েও নানা ধরণের পরীক্ষা নিরীক্ষা করছেন। এর আগে দর্শকদের কাছে পাভেল পরিচালিত ছবি ‘অসুর ‘ এ জিৎ এর লুক ও অভিনয় আলোচনার বিষয় হয়ে উঠেছিল। জিৎ নতুন ধরণের ছবি ও চিত্রনাট্যর সঙ্গে নতুন অনেক পরিচালকদের সঙ্গেও কাজ করছেন। এই রাবন ছবির হাত ধরেই প্রথমবার ছবি পরিচালনায় আসছেন এম এন রাজ।
আরও পড়ুন :ওয়েবে অঞ্জনের গোয়েন্দা
ছবির গল্প নিয়ে এখনই বিশেষ কিছু বলতে না চাইলেও ছবিতে জিৎ এর লুক জানান দিচ্ছে বাংলা ছবিতে নতুন গল্প নিয়ে আসছেন জিৎ । ‘রাবন’ এর শুভ মহরৎ এর ছবি শেয়ার করলেন অভিনেতা । পুজোর সময় জিৎ-মিমি অভিনীত ‘বাজি’ মুক্তি পেয়েছে। জিৎ তখনই জানিয়েছিলেন নতুন বিষয় নিয়ে কাজ করতে চান তিনি। সেই মতোই ‘রাবন’ এর শ্যুটিংয়ের কাজ শুরু করতে চলেছেন অভিনেতা। সঙ্গে নতুন জুটি পাবে দর্শক।