সারা পৃথিবীতে দক্ষিণী মেগাস্টার রজনীকান্তের অগণিত ভক্ত ছড়িয়ে রয়েছে। আজ বৃহস্পতিবার অভিনেতার নতুন ছবি ‘জেলার’ সারা বিশ্বজুড়ে ৪ হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে।
দু’বছর পর আবার বড় পর্দায় ফেলেছেন রজনীকান্ত। এবার তার ছবি দেখতে জাপানের ওসাকা থেকে চেন্নাইয়ে এসেছেন এক জাপানি দম্পতি। তাঁদের ছবি ইতিমধ্যেই নেট দুনিয়ায় ভাইরাল। থালাইভাকে নিয়ে জাপানি ওই দম্পতি উচ্ছ্বাস প্রকাশ করেছেন। শুধু তাই নয় ঢালাইবার জন্য এই জাপানি দম্পতি উপহার এনেছেন। জাপানে ছবিটি মুক্তি পাবে একদিন পর। দাম্পতি জানিয়েছেন ‘আমরা আর অপেক্ষা করতে চাইছি না। ভারতে তাঁকে নিয়ে যে উচ্ছ্বাস সেই উত্তাপ সামনে থেকে পেতে চাইছি। তাই চলে এসেছি। এই উন্মাদনা আমরা মিস করতে চাই না।’
মেগাস্টার রজনীকান্তের ছবি মানেই দক্ষিণী রাজ্যগুলোতে উন্মাদনার পারদ তুঙ্গে। রাজনীকান্ত ভক্তদের উল্লাসের শেষ নেই। থালাইভা খোদ হিমালয়ের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন বলে শোনা গেছে। ছবি মুক্তি আগে রজনীকান্তের হিমালয় যাওয়ার কথা শুনে উচ্ছসিত তাঁর অনুরাগীরাৎ। কারণ এর আগে যতবার থালাই বা ছবি মুক্তির আগে হিমালয় পাড়ি দিয়েছেন ততবার সেই ছবি বক্স অফিসে দারুণ ঝড় তুলেছে।
এই ছবিতে মুখ্য নারী চরিত্রে দেখা যাবে তামান্না ভাটিয়াকে। ছবিটি পরিচালনা করেছেন নেলসন।রজনীকান্তের এক ভক্ত জানিয়েছেন,’আমার হনুমান এই ছবিটা থালাইভার ক্যারিয়ারে একটা মাইলফল ক হতে চলেছে’। অন্য একজন জানিয়েছেন,’আমি আমার পরিবার এবং বন্ধুদের জন্য মোট ১৫ টা টিকিট কেটেছি। এই ছবি ব্লকবাস্টার হবেই’।