চেন্নাই : রামচরণ(Ram Charan)-কিয়ারা আডবানির(Kiara Advani) ছবি গেম চেঞ্জার(Game Changer)-এর গানের বাজেট নাকি ৯০ কোটি টাকা। হ্যাঁ, ঠিকই শুনছেন।আগামী বছর মুক্তি পাবে রোবট(Robot) খ্যাত পরিচালক এস শঙ্করের(S Shankar) নতুন ছবি গেম চেঞ্জার।যে ছবিতে প্রথমবার জুটি বেঁধেছেন রামচরণ ও কিয়ারা।শোনা যাচ্ছে,জমজমাট এই প্যান ইন্ডিয়ান ফিল্মের(Pan Indian Film) মোট বাজেট ১৭০কোটি টাকা।যার মধ্যে সিংহভাগই নাকি গান তৈরির জন্য খরচ করেছেন পরিচালক শঙ্কর।আর সেই অঙ্কটা নাকি ৯০ কোটি টাকা। কলাকুশলীরা জানাচ্ছেন,ছবিতে থাকছে পাঁচটি গান।যার প্রতিটিই নাকি এক সে বড়কর এক।সুরকার এস থামনের(Thaman S) সুরে গেম চেঞ্জার ছবির গান গেয়েছেন জনপ্রিয় শিল্পীরা।জনি মাস্টার(Jani Master),প্রভুদেবাদের(Prabhudeva) কোরিওগ্রাফিতে গানে ড্যান্স করবেন রামচরণ-কিয়ারা আডবানিরা।শুধুমাত্র গানের দাপটেই বক্সঅফিসে ঝড় তুলতে চলেছে গেম চেঞ্জার।এমনটাই আগাম জানাচ্ছেন কলাকুশলীরা।
প্রখ্যাত দক্ষিণী প্রযোজক দিল রাজুর প্রযোজনায় গেম চেঞ্জার ছবিতে প্রথমবার জুটি বেঁধেছেন রামচরণ ও কিয়ারা আডবানি।এস শঙ্কর পরিচালিত এই ছবির গল্প আদপে একটি পলিটিক্যাল থ্রিলার।যে ছবিতে একজন আইএএস অফিসারের চরিত্রে অভিনয় করছেন রামচরণ।গেম চেঞ্জার ছবির সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে ছবির গান। ছবিতে থাকছে পাঁচটি দুর্দান্ত গান।দেশ ও বিদেশের নানা লোকেশনে রামচরণ,কিয়ারাকে নিয়ে গানের শ্যুটিং সেরেছেন পরিচালক শঙ্কর।যার জন্য ছবির বাজেটের অনেকটাই খরচ হয়ে গিয়েছে গানের শ্যুটিং সারতে গিয়ে।গেম চেঞ্জার-ছবির গানের বাজেটই নাকি ৯০কোটি টাকা।শঙ্করের নতুন ছবির গানে সুর দিয়েছেন বিখ্যাত তামিল সুরকার থামন এস।তাঁর কেরিয়ারের অন্যতম সেরা কাজ হতে চলেছে গেম চেঞ্জার এমনটাই বলছেন কলাকুশলীরা।ছবিতে গানও গেয়েছেন তামিল মিউজিক ইন্ডাস্ট্রির সব নাম দামী শিল্পী।