১৯৮১ সালে জনপ্রিয় ‘উমরাও জান’ ছবির কিংবদন্তী অভিনেত্রী রেখার মায়ের চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে যিনি বলিউডে পা রেখেছিলেন ,সেই ফারুক জাফর লখনউতে হূদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন। শিল্পীর নাতি শাহ আহমেদ সংবাদ সংস্থা পিটিআইকে গতকাল এ খবর দিয়ে বলেন,’আমার দাদী আজ সকাল সাতটার সময় গোমতী নগরের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।’ ‘উমরাও জান’ ছাড়াও ফারুক জাফার অভিনয় করেছিলেন স্বদেশ,পিপলি লাইভ, সুলতান,তানু ওয়েডস মানু সহ বেশকিছু বলিউড ছবিতে। ২০১৯ সালে নারায়ন চৌহানের ‘আম্মা কি বলি’ ছবিতে তিনি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন। তাকে শেষ দেখা গিয়েছিল সুজিত সরকার পরিচালিত অমিতাভ বচ্চন,আয়ুষ্মান খুরানা অভিনীত ‘গুলাবো সিতাবো’ ছবিতে। ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছিলেন ফারুক জাফর।