ছবির পর্দায় হোক বা ব্যক্তিগত জীবন সবেতেই বেবাক অভিনেত্রী সায়নী গুপ্ত। এই মুহুর্তে তিনি কলকাতায় রয়েছেন। দুই দিন আগেই শেষ করলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের নতুন হিন্দি ছবি ‘শেরদিল ‘। এই ছবির শ্যুটিংয়েই কলকাতার নানা জায়গায় ঘুরেছি তিনি। সৃজিতের মতোই নিজেও খেতে খুব ভালোবাসেন অভিনেত্রী, তাই এই কদিন যা খেয়েছেন, মুম্বই ফিরে নির্ঘাত যোগা ট্রেনারের কাছে বকা খাবেন এমনই ভয় পাচ্ছেন তিনি।
এই লকডাউন তাঁকে মানুষ হিসেবে অনেক বেশি সংবেদনশীল করেছে, তিনি বলেন, এতো কাছের মানুষদের হারিয়েছেন , এই রকম সময় যেন আর না আসে। তবে এও জানান, এই সময়ে অনেকেই কাজ হারিয়েছেন তবে তাঁর কাজের পরিমাণ অনেক বেড়ে গেছে।
‘ফোর মোর শর্টস’ সিরিজের নতুন সিজন কবে আসবে জানতে চাইলে তিনি বলেন, কোভিড মহামারির যদি অনেকটাই নিয়ন্ত্রিত থাকে তালে নতুন সিজন আসবে খুব শীঘ্রই।এই সিরিজটি জনপ্রিয়তা পাওয়ার কারণ হিসেবে তিনি বলেন , এতো সুন্দরী মহিলাদের এক সঙ্গে দেখতে দর্শক পছন্দতো করবেই। এরই সঙ্গে তিনি জানান দর্শকদের বেশ পছন্দ হয়েছে ‘ইনসাইড এজ’ সিরিজের তৃতীয় সিজন, তবে তিনি এখনও দেখার সময় পাননি।
প্রতিবার কলকাতায় শ্যুট করলে তাঁর খুব ভালো লাগে, ঘরে ফেরার আনন্দই আলাদা। বেশকিছু নতুন ছবির কাজ চলছে তবে এখন বলা বারণ।এতো জনপ্রিয়তা সত্বেও সায়নীকে নিয়ে কোন গসিপ শোনা যায়না, এই কথার উত্তরে নায়িকা বলেন , তিনি নিজেও গসিপ থেকে দূরে থাকেন, তাই হয়তো তাঁর নামেও কেউ গসিপ করেনা। আগামী দিনে বাংলা ছবিতে কাজ করতে চান সায়নী গুপ্ত।