কলকাতা টিভি ওয়েব ডেস্ক: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তথা RSS এর বিরুদ্ধে মন্তব্য করায় বলিউডের জনপ্রিয় গায়ক জাভেদ আখতারের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। সন্তোষ দুবে নামে মুম্বইয়ের এক আইনজীবী মুলুন্ড থানায় ভারতীয় দণ্ডবিধির ধারা ৫০০ অর্থাৎ মানহানির অধীনে এই অভিযোগ দায়ের করা হয়েছে।
তালিবানের সঙ্গে আরএসএস-এর তুলনা টেনে বিপাকে পড়েছিলেন জাভেদ আখতার। এক সাক্ষাৎকারে বলেছিলেন যে, ‘তালিবান বর্বর, তাঁদের কাজ নিন্দনীয়। যাঁরা রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ, বজরঙ দলকে সমর্থন করে তাঁরাও তালিবানদের মতই।’ এরপরই জাভেদ আখতারের বিরুদ্ধে গর্জে ওঠে আরএসএস-সহ হিন্দুত্ববাদী সংগঠনগুলি। শিল্পীর এহেন বক্তব্যের প্রতিবাদে মামলা হয়।
এরপরই আইনজীবী সন্তোষ দুবে গতমাসে আরএসএসের বিরুদ্ধে ‘মিথ্যা ও মানহানিকর’ মন্তব্য করার জন্য আখতারকে একটি আইনি নোটিশ পাঠিয়েছিলেন। এমনকী তাঁকে ক্ষমাও চাইতে বলা হয়েছিল।
Mumbai Police registers FIR against lyricist Javed Akhtar over his alleged remark against RSS
— Press Trust of India (@PTI_News) October 4, 2021
আরও পড়ুন – আরিয়ানের পাশে সলমন,সুনীল
জাভেদ আখতার ক্ষমা চাননি। সেই কারণেই এবার আইনজীবী পরবর্তী পদক্ষেপ হিসেবে থানায় অভিযোগ দায়ের করেন। এই বিষয়ে আইনজীবী বলেন, ‘আমি জাভেদ আখতারকে একটি আইনি নোটিশ পাঠিয়েছিলাম। তাঁকে নিজের মন্তব্যের জন্য ক্ষমা চাইতে বলেছিলাম, কিন্তু তিনি তা করেননি। সেই কারণে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।’