দীর্ঘদিন পর ফের বড়পর্দায় বাজিমাত করতে আসছেন আয়ুষ্মান খুরানা।শুক্রবারই মুক্তি পাবে অভিষেক কাপুর পরিচালিত আয়ুষ্মানের নতুন ছবি ‘চণ্ডীগড় করে আশিকি’। মুক্তির আগে ছবি নিয়ে মিলল দারুণ খবর।সেন্সরবোর্ড থেকে U/A সার্টিফিকেট নিয়ে পাশ করলেও বেশ কিছু পরিবর্তনের পরই বড়পর্দায় মুক্তির অনুমতি পেয়েছে ‘চণ্ডীগড় করে আশিকি’।ছবিতে একজন রূপান্তরকামীর ভূমিকায় রয়েছেন নায়িকা বাণী কাপুর। তার সঙ্গে চুটিয়ে রোম্যান্স করতে দেখা যাবে আয়ুষ্মান খুরানাকে।কি ভাবে একজন রূপান্তরকামীর মধ্যে নিজের প্রেম খুঁজে পেলেন ছবির নায়ক সেই নিয়েই ছবির গল্প।
সেন্সর বোর্ড নির্দেশ দিয়েছে ছবির আগে সতর্কীরকণে লিখতে হবে,রূপান্তরকামীদের কোনভাবেই আঘাত দিতে চায় না ‘চণ্ডীগড় করে আশিকি’।ছবিতে আয়ুষ্মান ও রূপান্তরকামী বাণীর বেশ কিছু অন্তরঙ্গ দৃশ্য রয়েছে।তেমনই পাঁচটি দৃশ্যে নাকি কাঁচি চালিয়েছে সেন্সরবোর্ড।ছবির সংলাপেও বেশ কিছু আপত্তিকর শব্দ ব্যবহার করা হয়ছে।তাও বদলানোর নির্দেশ দিয়েছে CBFC।