কলকাতা: টলিপাড়ার অন্যতম জনপ্রিয় জুটি কৌশানী মুখ্যোপাধ্যায় (Koushani Mukherjee) ও বনি সেনগুপ্ত (Bonny Sengupta)। বহু বছর ধরে একসঙ্গে হাতে হাত রেখে কাজ করে চলেছেন তাঁরা। দিন যত এগোচ্ছে ততই যেন দর্শকদের কাছে আরও প্রিয় হয়ে উঠছে এই নায়ক-নায়িকা (Actor-Actress)। কাজের ব্যস্ততার মাঝে সময়বার করে দুজনে পাড়ি দিলেন বিদেশে। একান্ত সময় কাটাতে তাঁরা বেছে নিয়েছেন ইন্দোনেশিয়ার বালিকে (Bali)। বনি-কৌশানির সোশ্যাল মিডিয়া (Social Media) জুড়ে এখন সেইসব বিশেষ মুহূর্তের ছবিই ঘোরাফেরা করছে। যা দেখে তাঁদের অনুরাগীরাও (Followers) বেশ খুশি।
View this post on Instagram
ছুটি কাটানোর জন্য বনি ও কৌশানী দুজনেরই ‘ফেভারিট ডেস্টিনেশন’ হল নীল সমুদ্র সৈকত (Sea Beach)। সমুদ্র পছন্দ হওয়ার দরুন বনিকে ‘ওয়াটার বেবি’ বলেও সম্বোধন করতে দেখা গেছে কৌশানীকে (Koushani)। যার জন্য এর আগে ছুটি কাটাতে মালদ্বীপে (Maldives) সময় কাটিয়েছিলেন যুগলে। গত ১৭ মে ধুমধাম করে কৌশানীর জন্মদিন পালনের পর হাত ধরে বেড়িয়ে পড়েন তাঁরা। ছবিতে দুজনকে রোমান্টিক মুডে দেখা গিয়েছে। অন্য একটা ছবিতে দেখা গিয়ে সূর্য ডুবে গিয়েছে, পড়ন্ত বিকেলে দুজন দুজনের বেশ কাছাকাছি বসে। একে অপরকে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন। অন্য আরও একটা ছবিতে দেখা গিয়েছে ডিনার করছেন। তবে এই ট্রিপে বনি-কৌশানী ছাড়াও দেখা গিয়েছে তাঁদের বন্ধুদের।
আরও পড়ুন: শুভশ্রীর ‘গৃহপ্রবেশ’ কোন প্রেমের গল্প বলবে! সামনে এল টিজার,ছবি মুক্তি কবে !
View this post on Instagram
উল্লেখ্য, এই জুটির প্রেম এক দুই নয়, দীর্ঘ এগারো বছরের। তাঁদের ভালোবাসার সম্পর্কে বহুবার দূরত্বও তৈরি হয়েছে। যা ঘিরে বিভিন্ন সময়ে সম্পর্ক ভাঙার গুঞ্জনও তৈরি হয়েছে। যদিও পারস্পরিক সমস্ত অভিমান ভুলে, আবারও হাত শক্ত করে ধরেছেন দুজনে। ভ্যাকেশনে বালির মনমুগ্ধকর সৌন্দর্যে রোম্যান্টিক পোজে ছবিও তুলেছেন যুগলে। বহুরূপী ও কিলবিল সোসাইটিতে কৈশানীর অভিনয়ের দর্শক মনে বিশেষ ছাপ ফেলেছে।
দেখুন অন্য খবর