কলকাতা: বলিউড (Bollywood) অভিনেত্রী (Actress) তথা রাজনীতিক জয়া প্রদার (Jaya Prada) ৬ মাসের জেল (Jail)। পাশাপাশি তাঁকে ৫ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। পুরনো এক মামলায় শনিবার চেন্নাইয়ের একটি আদালত এই সাজা শুনিয়েছে। অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি তাঁর সিনেমা হলের কর্মীদের এমপ্লয়ি স্টেট ইনসুরেন্স (ESI)-এর টাকা মেটাননি। সংশ্লিষ্ট মামলায় অভিনেত্রীর ব্যবসা-সঙ্গী রাম কুমার ও রাজা বাবুকে দোষীও সাব্যস্ত করা হয়েছে।
জানা গিয়েছে, চেন্নাইয়ে (Chennai) একটি থিয়েটারের মালিক অভিনেত্রী জয়া প্রদা। যেটা পরে বন্ধ হয়ে যায়। ওই থিয়েটারের কর্মীদের অভিযোগ, তাঁদের বেতন থেকে টাকা কেটে নেওয়া হলেও, ইএসআই-এর টাকা মেটাননি অভিনেত্রী। সরকারি বিমা নিগমে মেটানো হয়নি ইএসআইয়ের টাকা। এর পরিপ্রেক্ষিতে জয়া প্রদা এবং তাঁর সহযোগীদের বিরুদ্ধে চেন্নাইয়ের এগমোড় ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করে The Labour Government Insurance Corporation।
যদিও, সমস্ত অভিযোগ স্বীকার করে নিয়েছেন অভিনেত্রী। বকেয়া টাকা মিটিয়ে দেবেন বলেও আশ্বাস দিয়েছেন তিনি। মামলা খারিজ করার আবেদন জানালে তা শোনেনি আদালত। পরিবর্তে তাঁকে জেল ও জরিমানার নির্দেশ দিয়েছে।
আরও পড়ুন:সিরিজে সমতা ফেরাতে মরিয়া ভারত, কতটা ফ্যাক্টর হবে টস ভাগ্য আর বৃষ্টি
হিন্দি সিনেমার অন্যতম নামী অভিনেত্রী জয়া প্রদা। এর পাশাপাশি ‘৭০, ‘৮০ ও ‘৯০-এর দশকের গোড়ার দিকে তেলুগু সিনেমাতেও চুটিয়ে অভিনয় করেছেন তিনি। ১৯৭৯ সালে মুক্তি পায় ‘সরগম’। এরপর একের পর এক হিট সিনেমা। সেই তালিকায় রয়েছে- ‘কামচোর’ (১৯৮২), ‘তোফা’ (১৯৮৪), ‘এলান ই জঙ্গ’ (১৯৮৯), ‘আজ কা অর্জুন’ (১৯৯০), ‘থানেদার’ (১৯৯০) ও ‘মা’ (১৯৯১)-এর মতো নাম করা ছবি। একাধিক তেলুগু ছবিতেও নজর কেড়েছেন এই অভিনেত্রী। এরপর ১৯৯৪ সালে তেলুগু দেশম পার্টিতে যোগ দেন। শুরু হয় রাজনৈতিক জীবন। পরে তিনি রাজ্যসভার সদস্য হন। লোকসভার সদস্যও হয়েছিলেন। ২০১৯ সালে অবশ্য তিনি বিজেপিতে যোগ দেন।