বলিউডের বিখ্যাত চিত্রপরিচালক বিশাল ভরদ্বাজের ‘খুফিয়া’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখতে চলেছেন বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে আলোচিত চিত্রনায়িকা। যার অভিনীত ছবি ‘রেহানা মরিয়ম নূর’ এবছর কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। প্রশংসিত হয়েছে তাঁর অভিনয়।সম্প্রতি সৃজিত মুখোপাধ্যায়ের একটি নতুন ওয়েব সিরিজ ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ তে তাঁকে দেখা গেছে কেন্দ্রীয় চরিত্রে।
আরও পড়ুন: কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ছবি ‘রেহানা মরিয়ম নুর’
ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার ‘এশিয়া-প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডস’ (অ্যাপসা)র সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের এই অভিনেত্রী। আজ বৃহস্পতিবার দুপুরে বলিউড পরিচালক বিশাল ভরদ্বাজ সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন। সেখানেই দেখা যাচ্ছে বিশালের সঙ্গে বাংলাদেশের এই জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে। যেখানে পরিচালক নিজে খুব প্রিয়া ছবি দে তার অভিনয় করার কথা জানিয়েছেন। বিশাল লিখেছেন,”বাংলাদেশের অসাধারণ অভিনেত্রী বাঁধন কেটে খুবই আনন্দিত ‘খুফিয়া’ টিম।” বাঁধন এই মুহূর্তে ‘খুফিয়া’ ছবির কাজে মুম্বইতে রয়েছেন।বলিউডে ‘মকবুল’, ‘ইশকিয়া’, ‘কামিনে’, ‘হায়দার’, ‘ওমকারা’র মতো হিট ছবির পরিচালক বিশাল ভরদ্বাজ বাঁধনের কাজ সম্পর্কে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। সোশ্যাল মিডিয়ায় বাঁধন এ ব্যাপারে কোন কিছু খোলসা না করলেও বাংলাদেশের এক গণমাধ্যম ‘বাংলা ট্রিবিউন’কে তিনি ব্যাপারটি নিশ্চিত করেছেন।
তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাতে এখনই নারাজ বাঁধন। তবে দিন দুয়েক পরে তিনি বিস্তারিতভাবে বলতে পারবেন বলে জানিয়েছেন। বাংলাদেশের সাংস্কৃতিক মহলে অনেকেরই প্রশ্ন এতজন নায়িকা যে কারণে এই ছবির প্রস্তাব ফিরিয়েছেন, সেই কারণ জেনেও বাঁধন কি এই ছবিতে অভিনয় করার প্রস্তাব গ্রহণ করল!
কিছুদিন আগে প্রথমে এই ছবিতে অভিনয় করার জন্য বাংলাদেশের অন্য এক অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকে প্রস্তাব দেওয়া হয়েছিল। প্রথমে ইমেইল মারফত তাঁকে এই প্রস্তাব দেওয়া হয়েছিল। পরে স্ক্রিপ্ট পড়ে বিদ্যার মনে হয়েছে এ ছবির চিত্রনাট্যে বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করে দেখানো হয়েছে। তার ফলে পরবর্তীকালে বিদ্যা বলিউডের এই অফার ফিরিয়ে দিয়েছেন। শুধু বিদ্যা নয়, এর পর মেহেজাবিন চৌধুরীকেও পরিচালক বিশাল ভরদ্বাজ এই ছবিতে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তিনিও বাংলাদেশের নাম এই ছবির গল্পে নেতিবাচকভাবে জড়িয়ে রয়েছে বলে মন্তব্য করে প্রস্তাব খারিজ করে দেন। গুঞ্জন শোনা যাচ্ছিল ছবির প্রস্তাব নাকি জয়া এহসানকেও দেওয়া হয়েছিল। একই কারণে নাকি পিছিয়ে গিয়েছিলেন।