গত ২৫ অগস্ট মুক্তি পেয়েছে আয়ুষ্মান খুরানা ও অনন্যা পান্ডে অভিনীত ছবিটি দেশের আড়াই হাজার পর্দায় মুক্তি পেয়েছে। রাজ শান্ডিল্য পরিচালিত এই ছবিতে নারীর ভূমিকায় পর্দায় হাজির হয়ে আয়ুষ্মান দর্শকদের চমকে দিয়েছেন। শুধু দর্শকদের চমকে দেওয়া নয় পাশাপাশি বক্স অফিসে ইতিমধ্যে ১০০ কোটির বেশি আয় করেছে ছবিটি। এই ছবিতে কাজের প্রসঙ্গে আয়ুষ্মান জানিয়েছিলেন,’অতীত জীবনের রেডিও জকি এবং থিয়েটারে কাজের অভিজ্ঞতা আমাকে যথেষ্ট সাহায্য করেছে। কারণ মাঝে মাঝেই একজন মহিলা হিসেবে আমি প্র্যাঙ্ক কল করতাম। তাছাড়াও ব্যক্তিগত জীবনে সমস্যা রাতে গার্লফ্রেন্ডের বাবার সঙ্গে মহিলা কন্ঠে কথা বলতে হয়েছিল বেশ কয়েকবার।’
লেহেঙ্গা-চোলি থেকে শুরু করে সালোয়ার কামিজে আয়ুষ্মানকে দেখে পুরুষ থেকে নারী দর্শক সকলেই মজেছেন। ফোনের অন্য প্রান্ত থেকে এক স্বপ্নের সুন্দরী মধুর আওয়াজ ভেসে আসতো। ছবিতে পূজার সুরেলা কণ্ঠের জাদু কাবু করে দিয়েছিল অনেককেই। পূজার আড়ালে ছিলেন এক পুরুষ তিনি হলেন আয়ুষ্মান খুরানা।
আয়ুষ্মানের সঙ্গে এই ছবিতে অনন্যা পান্ডে,পরেশ রাওয়াল, রাজপাল যাদব,আসরানি, বিজয় রাজ,অনু কাপুর,সীমা পহওয়া, মনোজ জোশী, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মনজোৎ সিংহের মত বাঘা বাঘা অভিনেতাদের দেখা যাবে।
বক্স অফিসের রিপোর্ট অনুযায়ী ‘ড্রিম গার্ল ২’ মুক্তির প্রথম দিনে আয় করেছিল ১০.৬৯ কোটি টাকা। প্রথম ১২ দিনে শুধু ভারতে আয় করেছে ৯১.৯১ কোটি টাকা। সারা বিশ্বে আয় দাঁড়িয়েছে ১১৪.১১ কোটি টাকা। প্রসঙ্গত ৬৫ কোটি টাকা বাজেটের এই ছবি প্রযোজনা করেছেন একতা কাপুর।বক্সঅফিসে ছক্কা হাঁকাচ্ছে ‘ড্রিম গার্ল ২’ ।