বাংলা ফিচার ফিল্ম ‘দোস্তজি’ ছবিতে অভিনয় করে ৯ বছরের আরিফ শেখ গ্রিসের ২৪ তম অলিম্পিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শিশু বিভাগে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন। ছোট বয়স থেকেই আরিফের অভিনয় করার শখ ছিল। বাবা ইট ভাটায় কাজ করেন। অত্যন্ত দরিদ্র পরিবারে জন্মেছে। ১৯৯৩ সালে মুম্বাই হামলার প্রেক্ষাপটে মুর্শিদাবাদের ডোমকল গ্রামের দুই নিষ্পাপ ছেলের বন্ধুত্ব ঘিরে এই ছবির গল্প। আরিফ অভিনীত চরিত্রটির নাম শফিকুল।বন্ধুর চরিত্রে অভিনয় করেছে ৮ বছরের আশিক শেখ। বাবরি মসজিদ ধ্বংসের ঘটনার ছোঁয়া রয়েছে এ ছবিতে। ছবিটি পরিচালনা করেছেন প্রসূন চট্টোপাধ্যায়। বেশ কিছু প্রাথমিক বিদ্যালয়ে ঘুরে ঘুরে তিনি খুঁজে বেড়িয়েছেন এই ছোট্ট শিল্পীর মুখ। কিন্তু খুদে আরিফ নিজেই খুঁজে বার করেন এই পরিচালক কে। খবর পেয়ে সে নিজেই হোটেলে চলে আসে পরিচালক প্রসূনকে তার উৎসাহের কথা জানাতে। তার উৎসাহের কথা পরখ করে দেখার পর তার মধ্যেই শফিকুলকে দেখতে পান পরিচালক। শুরু হয় শুটিং। প্রথম ছবিতেই আন্তর্জাতিক পুরস্কার নিয়ে যাত্রা শুরু করলো আরিফ শেখ।