শাহরুখপুত্র আরিয়ানের গ্রেফতারের পর মাদক মামলায় বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডেকে ‘নারকটিক্স কন্ট্রোল ব্যুরো'(এন সি বি) টানা দু’দিন জিজ্ঞাসাবাদের পর আগামী সোমবার অর্থাৎ ২৫ অক্টোবর আবার এনসিবি দপ্তরে ডেকে পাঠানো হয়েছে। ছয় সদস্যের একটি এনসিবি-র টিম তাঁর বাড়ি থেকে বেশ কিছু জিনিসপত্র বাজেয়াপ্ত করে নিয়ে যান।
আরও পড়ুন: আবার টপলেস ‘গুড নিউজ’ নায়িকা
এরপর বাবা চাংকি পান্ডের সঙ্গে এনসিবি দপ্তরে গিয়েছিলেন অনন্যা। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী আরিয়ান এবং অনন্যা ছোটবেলা থেকেই একে অপরকে চেনেন। মুম্বইয়ের ধীরুভাই আম্বানি স্কুলে একই সঙ্গে তারা পড়তেন। হারিয়ান ছাড়াও অনন্যা শাহরুখকন্যা সুহানা খানের খুব ভালো বন্ধু। তিনজনকেই বহুবার একসঙ্গে পার্টিতে দেখা গেছে। অনন্যা শাহরুখ খানের বাড়ি মান্নাত একাধিক পার্টিতেও অংশগ্রহণ করেছিলেন।
এদিকে আগামী সোমবার অনন্যা পান্ডেকে গ্রেফতার করা হতে পারে বলে ভবিষ্যৎবাণী করে অভিনেতা-চলচ্চিত্র সমালোচক কামাল রশিদ খান টুইট করে লিখেছেন,”এনসিবি ২৫ অক্টোবর ২০২১ তারিখে অনন্যা পান্ডেকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করবে”। গত বৃহস্পতিবার সকালে অনন্যার বান্দ্রার বাড়িতে তল্লাশি চালিয়ে তার ফোন,ল্যাপটপ ও ইলেকট্রনিক্স ডিভাইস বাজেয়াপ্ত করে এনসিবি।
এরপর শুক্রবার ফের তাকে এনসিবি কর্তারা দপ্তরে ডেকে জিজ্ঞাসাবাদ করেন। মাদক নিয়ে অনন্যার সঙ্গে আরিয়ানের কথোপকথন এর জেরেই তাকে তলব করা হয়েছিল বলে এনসিবি সূত্রে জানানো হয়েছে। আরিয়ানকে গাঁজা সরবরাহ করতে চেয়েছিলেন এমন কথোপকথন তাদের হোয়াটসঅ্যাপ চ্যাট এ পাওয়া গেছে বলে সূত্রের খবর। অভিনেত্রী অনন্যা অবশ্য দাবি করেছেন এটা মজা করেই করা হয়েছে। তবে অভিনেত্রীর এই দাবি এনসিবি কর্মকর্তারা কতটা সহজ ভাবে নিয়েছেন তা বোঝা যাবে আগামী সোমবার তিনি যখন আবার এনসিবি দপ্তরে হাজিরা দেবেন।এনসিবি কর্মকর্তাদের নাকি অনন্যা জানিয়েছেন, গাঁজা নিষিদ্ধ এই তথ্য তিনি জানতেন না। সংবাদমাধ্যম জানিয়েছে, অনন্যা জানান, তিনি আরিয়ানকে মজা করে গাঁজা সরবরাহ করার কথা বলেছিলেন। কিন্তু গাঁজা যে নিষিদ্ধ মাদক তা তিনি জানতেন না। আরিয়ানের মোবাইল থেকে যে তথ্য পাওয়া গিয়েছে, তা সবটাই ২০১৮-২০১৯ সালের। তাঁকে তিনবার ড্রাগ ডিলারদের নম্বর দিয়েছিলেন অনন্যা। এমনটাই জানা যাচ্ছে এনসিবির তরফ থেকে।শুক্রবার অনন্যার বয়ান রেকর্ড করার জন্য তাঁকে ডেকেছিল এনসিবি। তিনি ড্রাগের নেশা করেন কিনা, আরিয়ানের সঙ্গে নেশা করেছেন কিনা, ড্রাগ ডিলারদের সঙ্গে নেশা করেছেন কিনা, জানতে চাওয়া হয়। প্রত্যেকবারই উত্তরে ‘না’ বলেছেন উঠতি অভিনেত্রী ও স্টারকিড। অন্যদিকে এক এনসিবি অফিসার অবশ্য বলেছেন, “অনন্যাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে এটা ধরে নেওয়ার কোনও কারণ নেই যে তিনি মাদককাণ্ডে যুক্ত।”