নভেম্বরের ৫ তারিখ মুক্তি পাবে রোহিত শেট্টির ছবি ‘সূর্যবংশী’। মহামারির কালে এই ছবিই হতে চলেছে বলিউডের প্রথম বিগ রিলিজ। আর তাই ছবি মুক্তি নিয়ে কোনও রিস্ক নিতে নারাজ ছবির প্রযোজক- পরিচালকরা। রীতিমতো ডু অর ডাই মেজাজে ‘সূর্যবংশী’র প্রোমোশনের প্ল্যান ছকেছে ছবির মার্কেটিং টিম।
সূত্রের খবর এমন ভাবে প্ল্যান করা হয়েছে যাতে নাকি দর্শকের কাছে অক্ষয় কুমারের কপ ড্রামা দেখতে যাওয়া ছাড়া আর কোনও চারাই থাকবে না। শোনা যাচ্ছে যত বেশি সংখ্যক সম্ভব তত বেশি সংখ্যক হলে ছবি মুক্তির সিদ্ধান্ত নিয়েছে মার্কেটিং টিম। শোনা যাচ্ছে শুধুমাত্র দেশেই ২,৬০০ থেকে ২,৮০০ স্ক্রিনে ছবি মুক্তির কথা ভাবছে প্রযোজক টিম। রেকর্ড সংখ্যক স্ক্রিনে ছবি প্রদর্শন করে দর্শককে হলমুখী করার মরীয়া প্রয়াস নিয়েছে ‘সূর্যবংশী’।
আরও পড়ুন : দিওয়ালির পরের দিন ‘সূর্যবংশী’
মহামারীর শুরুর সময় থেকেই এক রকম অন্ধকারে রয়েছে বিনোদন দুনিয়া। ছবি মুক্তি তো দূরের কথা পাল্টে গেছে বিনোদনের সংজ্ঞাই। ওটিটি নির্ভর বিনোদন জগতে ‘সূর্যবংশী’ এখন বলিউডের তুরুপের তাস। অনেকেই বিশ্বাস করেছেন একমাত্র অক্ষয় কুমারই পারেন বিনোদনের ভাঁটায় জোয়ারের জল টানতে। আর তাই ‘সূর্যবংশী’ই ভরসা।
জেমস্ বন্ড দর্শককে হলে ফেরাতে ব্যর্থ হয়েছে অক্ষয় কি পারবেন?- প্রশ্ন এখন এটাই!
আরও পড়ুন : খিলাড়ি কুমারের ‘গোর্খা’