অগস্টের শেষে ‘ও মাই গড ২’-এর শ্যুটিং শুরু করতে চলেছেন অভিনেতা অক্ষয় কুমার।দীর্ঘদিন বলিউডে দীর্ঘদিন ধরেই চলছে বহুচর্চিত এই ছবি নিয়ে গুঞ্জন।ছবিতে খিলাড়ি কুমারের সঙ্গে প্রথমবার জুটি বেঁধেছেন ইয়ামি গৌতম।ছবিতে ভগবান শ্রীকৃষ্ণের ভূমিকায় দেখা যাবে অক্ষয়কে।তবে ‘ও মাই গড’-এর সিক্যুয়েলে থাকছেন না পরেশ রাওয়াল, তার বদলে নাস্তিকের ভূমিকায় দেখা যাবে বলিপাড়ার আর এক তাবড় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠিকে।বদলে গিয়েছেন ছবির পরিচালকও।উমেশ শুক্লার বদলে নতুন ‘ও মাই গড ২’-এর পরিচালকের চেয়ারে বসবেন অমিত রাই।
শোনা যাচ্ছে,শ্যুটিংয়ে চুড়ান্ত ব্যস্ত রয়েছেন আক্কি।চলতি বছরে এবং আগামী বছর মুক্তি পাবে তাঁর একঝাঁক ছবি।তাই একসঙ্গে একাধিক ছবির শ্যুটিং সারছেন তিনি।‘ও মাই গড ২’-এর অন্যতম লিড রোলে রয়েছেন অক্ষয়ই।অথচ তিনি এতটাই ব্যস্ত যে শ্যুটিংয়ের জন্য পর্যাপ্ত সময়ই দিতে পারেবন না।পরিচালককে মাত্র ১৫দিনের ডেট দিয়েছেন খিলাড়ি কুমার।তারমধ্যেই সেরে ফেলতে হবে তাঁকে নিয়ে যাবতীয় শ্যুটিং পর্ব।একদিকে করোনা সংক্রমণে জেরবার বলিউডের স্টুডিও পাড়া, অন্যদিকে কোভিডবিধি মেনে অল্প লোক নিয়ে চলছে শ্যুটিং।এই পরিস্থিতিতে মাত্র ১৫দিনে কি করে অক্ষয়কে দিয়ে ‘ও মাই গড ২’-এর শ্যুটিং শেষ করবেন তা ভেবেই কূল পাচ্ছেন না পরিচালক অমিত রাই।