টলিউডের এই অভিনেত্রী ব্যক্তিগত জীবনে একাধিক প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। শেষ পর্যন্ত দু’বছর লিভ ইন এ থাকার পর এই অভিনেত্রীর মনের লেনাদেনা হয়েছে। এখন তারা চুটিয়ে প্রেম করে বেড়াচ্ছেন। এমন কি লকডাউনে একসঙ্গে থেকেওছেন। একটি সংবাদমাধ্যমে এই অভিনেত্রী সোহিনী সরকার বলেছেন, ‘আমি রনজয় দুজনেই একে অপরের সঙ্গে খুব কমফোরটেবল। তাই আমরা বিয়ের ভাবনা শুরু করেছি। রনজয় এ বছরের শেষেই বিয়েটা সেরে ফেলতে চায় সোহিনীর সঙ্গে। কিন্তু আমার আত্মীয় বন্ধু-বান্ধবের সংখ্যা নেহাত কম নয়।আসলে আমাদের দুজনের পরিবার বন্ধু মিলিয়ে যে সংখ্যা দাঁড়াবে তাতে করোনা পরিস্থিতিতে বিয়েটা কিভাবে সম্ভব সেটা বুঝতে পারছিনা’। সোহিনী এবং রণজয় প্রথম কাজ করেন ‘জাজমেন্ট ডে’ সিরিজে। এছাড়াও দুজনে একসঙ্গে অনেক ফটোশুট করেছেন। তাদের বন্ধুত্ব শুরু হয়েছে ২০১৩ সালে। প্রথম প্রেমের প্রস্তাব দিয়েছিলেন রণজয় নিজে। সোহিনীর হাসতে হাসতে বলেন,’দার্জিলিং এর রাস্তায় রণজয় বিছুটি পাতা দিয়ে আমায় প্রপোজ করেছিল’।সম্প্রতি দীর্ঘ দু-মাস পাহাড়ে কাটিয়ে কলকাতায় ফিরেছেন সোহিনী-রণজয়। গত মাসেই উত্তর বঙ্গ সফর শেষ করে কলকাতায় ফেরেন দুজনে।
আরও পড়ুন:‘অন্তঃসত্ত্বা অবস্থায় যৌনতার প্রতি আগ্রহ ছিল না’
দার্জিলিং এ শুটিং করার সময় অসুস্থ হয়ে পড়েছিলেন এই টলি নায়িকা। তখন সমস্ত দায়িত্ব সামনে ছিলেন রণজয়। সোহিনী বলেন, ‘আমি পড়ে গিয়েছিলাম। তার ফলে নার্ভের সমস্যা দেখা দিয়েছিল। আমাকে অ্যাম্বুলেন্সে করে শুটিংয়ে যেতে হতো। রণ তখন যেভাবে সাহায্যের হাত বাড়িয়েছিল, তারপর ওকে না ভালবেসে আর পারিনি’।রণজয়ের কথায়, ‘হঠাত্ করে বিয়ের তারিখ ঠিক করে ফেলব। সেটাই হবে আসল মজা’।