অভিনেত্রী শুভশ্রী ধীরে ধীরে ছবির শ্যুটিং এ ফিরছেন। এমনিতেই লকডাউনের কারণে দীর্ঘদিন টলিউডের শ্যুটিংয়ের কাজ বন্ধ ছিল । এই সময়টা সম্পুর্ণ ছেলে যুবানের সঙ্গে কাটিয়েছেন। এখন ছেলে একটু বড় হতেই আবার কাজের জগতে ফিরছেন নায়িকা।
পুজোর আগেই সোহমের সঙ্গে একটি ছবির শ্যুট শুরু করেছিলেন, এছাড়াও একটি বেসরকারী চ্যানেলের নাচের প্রতিযোগিতা অনুষ্ঠানে বিচারকের আসনে ছিলেন। এছাড়াও পরিচালক সপ্তাশ্ব বসুর সঙ্গে আগামী ছবি ‘ডক্টর বক্সী’ তে অভিনয়ের খবর আগেই ছিল। এই ছবিতে শুভশ্রী ছাড়াও মুখ্য চরিত্রে রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও বনি সেনগুপ্ত।
দীপাবলির পরই এই ছবির শ্যুটিং শুরু হবে উত্তর বঙ্গের বিভিন্ন জায়গায়। আপাতত ছবির চিত্রনাট্য পড়ার কাজ শেষ করলেন নায়িকা।নতুন ধরণের রহস্য গল্প বলবে এই ‘ডক্টর বক্সী’।
আরও পড়ুন:কাশ্মীরে হিন্দি ওয়েবের কাজে ব্যস্ত আবীর
পরিচালক সপ্তাশ্ব বসুর শেষ ছবি ‘প্রতিদ্বন্দ্বী’ তে ডা: বক্সীর চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। যেখানে দেখা গেছিল নানা ধরণের মেডিক্যাল দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন তিনি। ‘প্রতিদ্বন্দ্বী’তে দেখা গেছে ডা: বক্সীর জন্য় প্রাণ বাঁচে অনেক সাধারণ মানুষের।তবে তাঁর কাজের পদ্ধতি নিয়ে নানা প্রশ্ন ওঠে,এর উত্তর খুঁজতেই আবারও পর্দায় ডা: বক্সীকে ফেরাচ্ছেন পরিচালক সপ্তাশ্ব বসু। তবে আগের বারের মত এই ছবিতে দেখা যাবে না অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়কে। তাঁর জায়গায় অভিনয় করবেন পরমব্রত চট্টোপাধ্যায়।
অন্যদিকে ট্রাভেল ব্লগার মৃণালিনী সেনের চরিত্রে দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। চরিত্রের টুইস্ট আছে বনি সেনগুপ্তর চরিত্রে। ছবির রেইকি করতে কিছু দিন আগেই উত্তর বঙ্গের সফর সেরে ফেলেছেন পরিচালক ও কলাকুশলীদের একটি দল।
আরও পড়ুন :লক্ষ্মীর আরাধনায় টলিউডের সেলেবরা
পরমব্রত, শুভশ্রী, বনি ছাড়াও এই ছবিতে রয়েছেন মাহি কর, সোম্যজিৎ মজুমদার ও রাহুল রায়। ছবির গল্প শুরু হয় পয়লা বৈশাখকে কেন্দ্র করে। সেখানেই একটি খুনের রহস্যে জড়িয়ে পড়ে মৃণালিনী। আপাতত এই ছবির চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। আশা করা যায় আগামী বৈশাখেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ডাক্তার বক্সী’।