আমডাঙা: ফের উত্তপ্ত আমডাঙা। সোমবার সকাল থেকেই তৃণমূল-আইএসএফ সংঘর্ষ (TMC-ISF Clash)। চলল রীতিমতো বোমা-গুলির লড়াই(Bombing at Amdanga)। গুলিতে জখম হয়েছেন রবিউল মণ্ডল নামে এক তৃণমূল সমর্থক। দুই পক্ষের আরও জনা দশেক আহত বলে পুলিস জানিয়েছে। আমডাঙার কুমারদুনী গ্রামের ঘটনা। যদিও পুলিস গুলি চলার কথা মানতে নারাজ।
স্থানীয় সূত্রে খবর, ঘটনার সূত্রপাত একটি শিশুকে মারধরকে কেন্দ্র করে। ওই শিশুটিকে পাশের বাড়ির এক যুবক মারধর করে বলে অভিযোগ। শিশুটির পরিবারের সদস্যরা আইএসএফ সমর্থক। আর ওই যুবকের পরিবার এলাকায় তৃণমূল ঘনিষ্ঠ বলে পরিচিত। শিশুটির বাড়ির লোকজন মারধরের প্রতিবাদ করতে ওই যুবকের বাড়িতে যান। তখনই দুই পরিবারের মধ্যে সংঘর্ষ হয়। দুপক্ষই ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের উপর চড়াও হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় বোমাবাজি হয়। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, এমনকী গুলিও চলে। তাতেই জখম হন দলীয় কর্মী রবিউল।
আরও পড়ুন: Jhalda Councillor Murder: ঝালদায় ফের সিবিআই তদন্ত দাবি নিহতের স্ত্রীর
ঘটনায় গ্রামে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয়রা অনেক চেষ্টা করেও গোলমাল থামাতে পারেননি। সংঘর্ষে দুপক্ষের অন্তত ১০ জন জখম হয়েছেন। আহতদের প্রথমে আমডাঙা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় কয়েকজনকে বারাসত জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পরে বিশাল পুলিস বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।