শিলিগুড়ি: ভর দুপুরে খেলায় মত্ত দুই রয়াল বেঙ্গল টাইগার। তবে ওরা নেহাতই ছোট্ট। লকডাউনের কারণে দীর্ঘদিন থেকেই শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে আনাগোনা নেই পর্যটকের। আর সেই সুবাদেই মা শীলার সঙ্গে তাঁর দুই সন্তানকে খাঁচার বাইরে ছাড়ে সাফারি কর্তৃপক্ষ। আর খাঁচের চৌহদ্দির বাইরে আসতেই খুশিতে উৎফুল্ল তাঁরা।
আরও পড়ুন: ছোলার দানার উপর পশ্চিমবঙ্গের মানচিত্র এঁকে রেকর্ড গড়লেন হাবড়ার সৌভিক
খোলা আকাশের নীচে সবুজ ঘাসে ছোটাছুটি হুটোপুটি করে বেড়াল সারাক্ষণ। যেন উৎসাহের কোনও কমতি নেই। কখনও গাছের ডালে চড়ার চেষ্টা করছে তো কিছুক্ষণ বাদে লাফিয়ে মা শীলার গায়ে ওঠার অনবরত চেষ্টা সেই ছবিই এদিন ধরা পড়ল ক্যামেরায়।
আরও পড়ুন: সাত সকালে সামসেরগঞ্জে উদ্ধার বোমা
উল্লেখ্য, করোনা সংক্রমণের জেরে দীর্ঘদিন ধরেই বন্ধ শিলিগুড়ির উপকন্ঠে অবস্থিত এই সাফারি পার্কটি।পর্যটকদের আনাগোনা না হওয়াতে স্বাভাবিকভাবেই থমথমে পার্কের পরিবেশ। আর তারমধ্যে এই বাঘেদের খেলা তাড়িয়ে উপভোগ করল বনকর্মীরা।