মথুরাপুর : তিনি দুর্নীতিগ্রস্থ। দলের মধ্যে থেকেই বিরোধী দলের সঙ্গে জোট করেন। তাঁর দলবিরোধী কাজের অপরাধে বিজেপির কর্মীদের হাতে বেধড়ক মার খেলেন মথুরাপুর সাংগঠনিক জেলার বর্তমান বিজেপি সভাপতি দীপঙ্কর জানা। কাকদ্বীপে মন্টু পাখিরার বিরুদ্ধে বিধানসভার প্রার্থী ছিলেন দীপঙ্কর জানা।
আরও পড়ুন :সুন্দরবনের পুলিশ আধিকারিকের নামে ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণা, মধ্যপ্রদেশ থেকে গ্রেফতার অভিযুক্ত
বিজেপি কর্মীদের অভিযোগ, দীপঙ্কর জানা একটি দুর্নীতিগ্রস্থ ব্যক্তি, যে তৃণমূলের সঙ্গে আঁতাত করে বিজেপির সংগঠন নষ্ট করছে। এই দুর্নীতির সঙ্গে যুক্ত আছে এমন লোককে চাকরি দেওয়ার নাম করে কয়েক কোটি টাকা তোলার অভিযোগ উঠেছে এক ব্যক্তির ও মন্দিরবাজারের প্রার্থী দিলীপ জাতুয়া সমেত ২ জনের বিরুদ্ধে। কর্মীদের বিপদে পাশে না দাঁড়িয়ে, রাজ্য থেকে পাঠানো দলের টাকা ভাগ করে পকেট ভরাচ্ছে এই জেলা সভাপতি ও তার কর্মীরা। একে মদত দিচ্ছে রাজ্য নেতা গৌতম চৌধুরী। এই মারধরের কথা স্বীকার করে নেন দীপঙ্কর জানা। তাঁর মাথা ও গায়ে আঘাত করা হয়েসে বলে জানান তিনি। তাঁর শরীরে কালী মাখিয়ে দেওয়া হয় বলে অভিযোগ জানিয়েছেন তিনি।