মালদহ : টাকা দিতে পারেনি মা। তাই দুধের শিশুকে মায়ের থেকে কেড়ে নেওয়ার অভিযোগ এক বৃহন্নলার বিরুদ্ধে। মায়ের থেকে দূরে থাকার কারণে খাবার না পেয়ে মৃত্যু হয়েছে ওই শিশুর। ঘটনাটি ঘটেছে, মালদহের মানিকচক থানার বাঙালগ্রামে। ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্ত বৃহন্নলাকে।
বাঙালগ্রামের বাসিন্দা মাম্পি মাঝি গত ২৯ অক্টোবর মালদা মেডিকেল কলেজ হাসপাতালে তিন সন্তানের জন্ম দেন। ওই তিন সন্তানকে নিয়ে নিজের বাড়িতেই ছিলেন তিনি। বুধবার ওই সন্তানদের শুভ কামনায় তার বাড়িতে হাজির হয় এক স্থানীয় বৃহন্নলা। এরপর সন্তান হওয়ার খুশিতে সে বারশো টাকা দাবি করে ওই পরিবারের কাছে।
আরও পড়ুন – স্কুল খুলতেই মোবাইল কেড়েছে মা, অভিমানে ‘আত্মঘাতী’ দশম শ্রেণির ছাত্রী
শিশুমৃত্যুর তদন্তে হাসপাতালে পুলিশ
পরিবারের অভিযোগ, দাবি মত টাকা না দেওয়ার কারণে ওই তিন শিশুর মধ্যে একটি শিশুকে প্রায় তিন ঘণ্টা ধরে নিজের কাছে আটকে রাখে ওই বৃহন্নলা। টানা এতক্ষণ খেতে না পেয়ে এবং অনবরত বৃহন্নলার ঢোলের আওয়াজে ওই শিশুর মৃত্যু হয় বলে জানিয়েছে পরিবার। এই ঘটনার খবর পেয়ে ওই বাড়িতে ছুটে যায় মানিকচক থানার পুলিশ। অভিযুক্ত বৃহন্নলাকে গ্রেফতার করেছে পুলিশ। মানিকচক থানায় পরিবারের তরফ থেকে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।