পুরুলিয়া : পুরুলিয়ার ঝালদা নামোপাড়া সর্বজনীন দুর্গোৎসব সমিতির এবারের থিম সবুজায়ন। তাই বনের দেবী রূপে পূজিত হচ্ছেন মা দুর্গা। এই পুজো এবারে ৪৬ বছরে পদার্পণ করল।
আরও পড়ুন : মাটির সরায় তৈরি দেবী দুর্গাই এখন আকর্ষণের মূল কেন্দ্রে
ঝালদা শহর এক সময় সবুজ জঙ্গলে ঘেরা ছিল। কিন্তু জঙ্গল কেটে তৈরি হচ্ছে কারখানা, তৈরি হচ্ছে বড়ো বড়ো ইমারত। যার ফলে ধীরে ধীরে সবুজ শেষ হয়ে যাচ্ছে। এই চলতে থাকলে একদিন আমরা বিপদের মুখে পড়ব। জনসাধারণকে সচেতন করতে সবুজ ধংসের বিরুদ্ধে প্রচার করতে এই থিম করা হয়েছে। বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গা পুজোতে প্রচুর দর্শকদের ভিড় হয় ঝালদা শহরে। উদ্যোক্তারা তাই মানুষকে সচেতন করতে এ বছর বনের দেবী রূপে মা দুর্গার প্রতিমা তৈরি করেছে। মানুষকে সচেতন করা ছাড়াও সবুজ ধ্বংস না করা ও বৃক্ষরোপন করা। এই মণ্ডপ তৈরি করা হয়েছে কলকাতার ভিক্টরিয়া মেমোরিয়ালের আদলে। রয়েছে চোখধাঁধানো আলোকসজ্জা। পুজো উদ্যোক্তারা সরকারি সাহায্য পেয়েছেন। কোভিড বিধিনিষেধ মেনেই পুজো হচ্ছে নামোপাড়া সার্বজনিন দুর্গোৎসব সমিতি।