আসানসোল: প্রায় ২২ ঘণ্টা কেটে যাওয়ার পর উদ্ধার ছাইয়ের নীচে চাপা পড়ে থাকা তিন শ্রমিকের দেহ। কারখানার (Mangalpur in Raniganj) ভিতরে তিনজন শ্রমিকের দেহ রেখে শ্রমিক (Workers) ও পরিবারের লোকজন ক্ষতিপূরণের দাবিতে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসেন। এখন দেখার বিষয়, কারখানা কর্তৃপক্ষ ওই তিন পরিবারকে ক্ষতিপূরণ দেয় কি না।
শনিবার রাতে রানিগঞ্জ মঙ্গলপুর শিল্প তালুকের একটি বেসরকারি ইন্টিগ্রেটেড স্টিল ও পাওয়ার প্ল্যান্টে ভয়াবহ দুর্ঘটনা ঘটে যায়। কারখানায় তৈরি হওয়া ফ্লাইঅ্যাশ (Fly ash storage) , ছাই রাখার কন্টেনার ভেঙে পড়ে। সেই সঙ্গে ভেঙে যায় সিমেন্টের সেল। আর তার নীচেই চাপা পড়েন তিন শ্রমিক তন্ময় ঘোষ, দিলীপ গোপ এবং শিবশঙ্কর ভট্টাচার্য।
আরও পড়ুন : ছাইয়ে চাপা রানিগঞ্জের ৩ শ্রমিককে এখনও উদ্ধার করা যায়নি, কাটছে উদ্বেগের প্রহর!
খবর পেয়ে পুলিশ ও দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ক্রেনের সাহায্যে সমস্ত কন্টেনার সরানোর কাজ শুরু করে। ঘটনাকে কেন্দ্র করে বর্ধমান জেলা আইএনটিটিইউসির সভাপতি কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনেছেন। পাশাপাশি কারখানার বাকি শ্রমিকরাও ওই তিনজন শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ ও বাড়ির লোকেদের চাকরি দেওয়ার দাবি জানান। কারখানার কর্তৃপক্ষ সেই দাবি মানবে কি না তা দেখার।