ফরাক্কা: প্রায় দুই বছর ধরে বন্ধ রয়েছে মুর্শিদাবাদের ফরাক্কা ব্যারেজের পাশে নতুন সেতুর কাজ। স্থানীয় বাসিন্দাদের দাবি, অবিলম্বে ফরাক্কায় এই নতুন সেতু নির্মাণের কাজ শুরু হোক।
বয়সের ভারে জীর্ণ ফরাক্কা ব্যারেজের পাশে, প্রায় তিন বছর আগে শুরু হয়েছিল নতুন সেতু নির্মাণের কাজ। কেন্দ্রীয় সরকার একটি বেসরকারি বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে প্রথমদিকে জোরকদমে কাজ শুরু করে। কিন্তু, ১৬ ফেব্রুয়ারি, ২০২০ সালে রাতে কাজ করার সময় একটি বড় দুর্ঘটনা ঘটে। সেই দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল বেশ কয়েকজন শ্রমিকের। এরপর থেকেই নতুন সেতুর কাজ বন্ধ হয়ে যায়। তারপর মাঝে ধীরগতিতে কাজ শুরু হয়েছিল বলে জানা যায়। কিন্তু, করোনা মহামারীর জেরে এখনও পর্যন্ত ফরাক্কার নতুন ব্রিজের কাজ বন্ধ আছে।
স্থানীয় বাসিন্দারা জানান, জাতীয় সড়ক দিয়ে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের একমাত্র যোগাযোগের ব্যবস্থা ফরাক্কা ব্যারেজ। এই বাঁধের বয়স কয়েক যুগ হয়ে যাওয়ায়, এছাড়া বর্তমানে বাঁধের উপর যানবাহনের চাপ কমাতে ও উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ ব্যবস্থা সচ্ছন্দ রাখতে কেন্দ্রীয় সরকার এই নতুন সেতুর কাজ শুরু করে। কিন্তু দীর্ঘদিন হয়ে গেলেও এখনও কাজ শুরু না-হওয়ায় স্থানীয় বাসিন্দারা ফের কাজ শুরু করার দাবি তুলেছেন।
বন্ধ নতুন সেতু নির্মাণের কাজ, অবহেলায় পড়ে রয়েছে সরঞ্জাম
যদিও এই নতুন ব্রিজের কাজ কবে শুরু হবে, এ বিষয়ে আধিকারিকরা কোনও সদুত্তর দিতে পারেননি। সূত্রের খবর, ২০২২ সালের জানুয়ারি মাসে নতুন করে সেতুর কাজ শুরু হতে পারে। সেতু বিশেষজ্ঞদের মতে, দিনের পর দিন ফরাক্কা ব্রিজের উপর দিয়ে ভারী যান চলাচলের কারণে সেতুর আয়ু কমছে। যোগাযোগ মাধ্যম ছাড়াও রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ বাঁধ ফরাক্কা। স্বাধীন ভারতের গর্ব এই বাঁধের জলসেচ ছাড়াও বিদ্যুৎ উৎপাদনেও ভূমিকা আছে।