পুরুলিয়া : জঙ্গল থেকে মাটি খুঁড়ে আলুর মতো ফল খেয়ে মৃত্যু হয়েছে ১ শবরের। অসুস্থ ৫। পুরুলিয়ার পুঞ্জা থানার নির্ভয়পুর গ্রামের ঘটনা। অসুস্থদের মধ্যে ৪ জনকে বাঁকুড়া মেডিক্যাল কলেজ ও ১ জনকে পুঞ্জা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করানো হয়েছে।
পুরুলিয়ায় শবর পরিবারের প্রাধান জলধর শবর বুধবার বিকেলে পাশের জঙ্গল থেকে মাটি খুঁড়ে আলুর মতো ফল তুলে নিয়ে আসেন। সেই ফল আজ সকালে সেদ্ধ করে ভাতের সঙ্গে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে খান। খাওয়ার পরই তাঁরা সবাই অসুস্থ বোধ করতে থাকেন, তারপরই জলধর সহ অন্যান্য সদস্যদের প্রথমে পুঞ্চা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে আসা হয়। সেখানেই জলধর শবরকে মৃত বলে ঘোষনা করেন চিকিৎসকরা।
বাকিদের উন্নততর চিকিৎসার জন্যে বাঁকুড়া মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক। জলধরের দেহ ময়নাতদন্তের জন্যে পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতাল ও পুরুলিয়া মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। খবর পেয়ে গ্রামে ব্লক স্বাস্থ্য ও প্রশাসনিক একটি দল যায়। আরও কেউ এই বিষাক্ত ফল খেয়ে অসুস্থ হয়েছে কিনা তার খোঁজ নিচ্ছেন।
আরও পড়ুন : নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, জম্মুতে মৃত ১৩
শবর উপজাতিদের জন্য রেশনের মাধ্যমে পুষ্টিযুক্ত খাবার বিতরণ করে রাজ্য সরকার। তারপরও তারা বন্য জীবনযাপন করে। তাদের স্বাস্থ্যের সুরক্ষার দিকে নজর দিচ্ছে রাজ্য সরকার।