গত বুধবার, ৪ অগস্ট কাঠ পাচার কাণ্ডে শিলিগুড়ি থেকে গ্রেফতার হয়েছিল দু’জন সরকারি আধিকারিক, যাদের মধ্যে একজন ছিলেন কেন্দ্রীয় রাজস্ব্য দফতরের শুল্ক অফিসার আর একজন ছিলেন জিএসটি অফিসার।। তাদের কাছ থেকে উদ্ধার হয় ২৫ লক্ষ টাকার সেগুন কাঠ। এরপর ফের শালুগাড়া রেঞ্জের অফিসারদের হাতে ধরা পড়ল কাঠ পাচারকারী।
আরও পড়ুন : কাঠ চুরি করতে গিয়ে গ্রেফতার মোদী-সরকারের অফিসার
শালুগাড়া রেঞ্জের বনদফতরের কাছে গোপন সূত্রে খবর ছিল, লক্ষাধিক টাকার কাঠ পাচার করা হচ্ছে। সেই মত জলপাইগুড়ি জেলার ওদলাবাড়ির কাছে সারারাত ধরে নজরদাড়ি করে অবশেষে শুক্রবার ভোরবেলার দিকে রেঞ্জ অফিসার সঞ্জয় দত্তের নেতৃত্বে একটি বোলেরো গাড়িকে আটক করা হয়। সেই গাড়ি থেকে উদ্ধার হয় শাল কাঠ, যার মূল্য ৫ লক্ষ টাকা। আটক করা হয় ২ জনকে। ধৃত ২ জন শিলিগুড়ির কাছে খড়িবাড়ির বাসিন্দা। কাঠগুলো বিহারের দিকে পাচার করা হচ্ছিল। ধৃতদের শুক্রবার জলপাইগুড়ি আদালতে পাঠা হয়।