আসানসোল: প্রচারে নেমেই বাংলায় বক্তব্য রাখলেন আসানসোল উপনির্বাচনের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। এদিন আসানসোলের জামুড়িয়ায় কর্মীসভায় বক্তব্যের শুরুতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম জানিয়ে খেলা হবে স্লোগান দেন শত্রুঘ্ন সিনহা। পাশাপাশি মমতা বন্দোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল-কংগ্রেস জিন্দাবাদও স্লোগান দেন। অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারাদেশ নয়, সারা বিশ্বের একজন গ্রেট লেডি এবং গ্রেট লিডার বলেও আখ্যা দেন তিনি।
এছাড়াও তিনি বলেন, খেলা তো হবেই, খেলা হবে বলেই তো এখানে এসেছি। আপনাদের সঙ্গেই খেলা হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিপক্ষ দলকে রীতিমতো জবাব দিতে আজ আপনাদের সামনে আসা। এমনকী ভোজপুরি ভাষাতেও কর্মী- সমর্থকদের সামনে তার বক্তব্য তুলে ধরেন। আসানসোলে পা রেখেই শত্রুঘ্ন সিনহা একেবারে ফিল্মি কায়দায় বিরোধীদের খামোশ থাকার বার্তা দিয়েছেন। জানিয়েছেন, মমতা দিদির খেলা এবার আসানসোলেও হবে। মানুষ উন্নয়নের সমর্থনেই ভোট দেবেন।
আগামী ১২ এপ্রিল আসানসোল লোকসভা কেন্দ্রে উপনির্বাচন। সেখানে তৃণমূলের প্রার্থী শত্রুঘ্ন সিনহা। সোমবার মনোনয়নপত্র জমা দিয়ে নেমে পড়েছেন প্রচারে। এদিন আসানসোলের জামুড়িয়ায় কর্মী সভায় শত্রুঘ্ন বাংলায় বক্তব্য রাখেন এবং কর্মী সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নেন, যদি তাঁর কোনও ভুল হয়ে থাকে।
আরও পড়ুন: Bankura: পুরসভার শপথগ্রহণে বিরোধী কাউন্সিলরদের ঢুকতে বাধা পুলিসের, উত্তেজনা বিষ্ণুপুরে
প্রসঙ্গত, আসানসোল উপনির্বাচনে একদিকে যেমন তৃণমূলের প্রার্থী শত্রুঘ্ন সিনহা অন্যদিকে বিজেপির হেভিওয়েট প্রার্থী অগ্নিমিত্রা পল। বরাবরই আসানসোল বিজেপির শক্ত ঘাঁটি। বাবুল সুপ্রিয় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পরে সাংসদ পদ থেকে ইস্তফা দেন। সেই থেকেই আসানসোল কেন্দ্রটি ফাঁকা ছিল। নির্বাচন কমিশনের তরফে ভোটের দিন ঘোষণার পরই মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে আসানসোলে প্রার্থী ঘোষণা করেন। অবাক করে দিয়ে শত্রুঘ্নকে আসানসোল লোকসভা কেন্দ্রের প্রার্থী করেন মমতা। সোমবার মনোনয়ন পত্র জমা দিয়েই ময়দানে নেমে পড়েছেন শত্রুঘ্ন। বাংলায় নির্বাচন লড়তে এসে বাংলা ভাষাতেই প্রচার শুরু করলেন তিনি। ১৯৮৭ সালে অন্তর্জলী যাত্রা বাংলা ছবিতে তিনি অভিনয় করেছিলেন।