কলকাতা টিভি ওয়েব ডেস্ক: ‘খোল দ্বার খোল লাগল যে দোল’ দোল (WB Basanta Utsav) উৎসব মানেই শান্তিনিকেতন (Santiniketan), বিশ্বভারতী (Santiniketan Basanta Utsav 2022)। এই দিনটির অপেক্ষায় থাকেন সকলেই। বাংলার বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষ ছুটে আসেন শান্তিনিকেতনের বসন্ত উৎসবে মেতে ওঠার জন্য। কিন্তু বিশ্বভারতীর অচলাবস্থার কারণে শান্তিনিকেতনের দোল উৎসবে বাধা পড়েছে। এ বছরও বসন্ত উৎসব পালন করছে না বিশ্বভারতী কর্তৃপক্ষ।
চলতি বছর বসন্ত উৎসব বিশ্বভারতীর কর্তৃপক্ষ না করার দায় চাপিয়েছেন ছাত্র-ছাত্রীদের উপর। পড়ুয়াদের বিক্ষোভের জন্যই বছর বসন্ত উৎসব করতে পারছেনা বিশ্বভারতী, এমনটাই জানানো হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে। যদিও এই দাবি মানতে একেবারে নারাজ পড়ুয়ারা। তাঁদের পাল্টা দাবি, উপাচার্য উদ্দেশ্য প্রণোদিতভাবে বসন্ত উৎসব বন্ধ রেখেছে।
দোল উৎসবে মেতে উঠলেন বিশ্বভারতীর পড়ুয়ারা
পড়ুয়াদের অভিযোগ, উপাচার্য রবীন্দ্রনাথকে বহিরাগত মনে করেন। একাধিকবার রবীন্দ্রনাথকে বহিরাগতও বলেছেন তিনি। দীর্ঘদিনের বসন্ত উৎসবের আবহ নষ্ট হচ্ছে। শান্তিনিকেতন থেকে রবীন্দ্রনাথকে মুছে ফেলার চেষ্টা চালাচ্ছেন উপাচার্য।
বিশ্বভারতী প্রাঙ্গণে বসন্ত উৎসব পালনে নিষেধাজ্ঞা থাকলেও উৎসবমুখর ছাত্র-ছাত্রীরা
বিশ্বভারতী প্রাঙ্গণে বসন্ত উৎসব পালনে নিষেধাজ্ঞা থাকলেও উৎসবমুখর ছাত্র-ছাত্রীদের মনে বিশ্বভারতীর রঙিন ছবি জ্বলজ্বল করছে জ্বলজ্বল করছে। তাই শুক্রবার সকাল থেকেই পড়ুয়ারা নিজেদের মতন করে মেতে উঠলেন দোল উৎসবে।
আরও Holi 2022: দেশবাসীকে হোলির শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
নানা রঙের আবির রং নিয়ে এদিন শান্তিনিকেতনের উপাসনা গৃহ থেকে শোভাযাত্রা বের করে বিশ্বভারতীর ছাত্রছাত্রীরা। গান গেয়ে সেন্ট্রাল অফিসে উপাচার্যের বাড়ি পর্যন্ত পৌঁছয় সেই শোভাযাত্রা।