বোলপুর: বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে পৌষমেলায় আসার আমন্ত্রণ জানাল মেলার আয়োজক বাংলা সংস্কৃতি মঞ্চ ও বোলপুরের ব্যবসায়ী সমিতি। এদিন উপাচার্যর দফতরে গিয়ে মঞ্চের ও ব্যবসায়ী সমিতির সদস্যরা আমন্ত্রণপত্র দিয়ে এলেন।। উপাচার্য সরাসরি দেখা না-করলেও তাঁর সচিব আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন।।
বোলপুর পুরসভা, ব্যবসায়ী সমিতি ও অন্যান্য বিভিন্ন জায়গা থেকে বিশ্বভারতীর উপাচার্যকে অনুরোধ করা হয়েছিল, করোনা বিধি মেনে চলতি বছর ঐতিহ্যবাহী শান্তিনিকেতন পৌষমেলা করা হোক। কিন্তু উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী সেই আবেদনে সাড়া দেননি। এই অবস্থায় একদিকে যখন শান্তিনিকেতনের পৌষমেলায় বাংলার সংস্কৃতি ক্ষুণ্ণ হচ্ছে বলে মত অনেকের। অন্যদিকে পরপর কয়েক বছর বসন্তোৎসব ও মেলা বন্ধ হওয়ায় বোলপুরের অর্থনৈতিক অবস্থায় ভাটা পড়েছে।
আরও পড়ুন: Haldia IOC fire: হলদিয়ায় আইওসি-র কারখানায় আগুন, ৩০ শ্রমিক অগ্নিদগ্ধ
তাই এই দু’টি বিষয়ের কথা মাথায় রেখে এ বছর বাংলা সংস্কৃতি মঞ্চের পক্ষ থেকে বীরভূম জেলা পরিষদের বোলপুর ডাকবাংলা মাঠে পৌষ মেলার আয়োজন করা হয়েছে।।
মেলা মানেই মিলন উৎসব। তাই বিশ্বভারতীর উপাচার্য অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তীর অফিসে গিয়ে বাংলা সংস্কৃতি মঞ্চ ও বোলপুর ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হল পৌষ মেলায় অংশগ্রহণ করার জন্য।। খুব স্বাভাবিক ভাবেই আমন্ত্রণপত্র গ্রহণ করেছে উপাচার্যর অফিস।