কুলতলি: বন্দুক হাতে জঙ্গলের ভেতর কাদার মধ্যে দিয়ে এগিয়ে চলছেন দু’জন৷ বনকর্মীরা জানিয়েছেন, এঁরা হলেন বাঘ স্পেশালিস্ট (Kultali Tiger)৷ কুলতলির জঙ্গলে লুকিয়ে থাকা বাঘ (Royal Bengal Tiger) ধরতে তাঁদের ডেকে আনা হয়েছে৷ গুলি ছুড়ে জন্তুদের ঘুম পাড়াতে সিদ্ধহস্ত তাঁরা৷ বনকর্মীরা জানিয়েছেন, বাঘের নাগাল পেতে আর খুব দেরি নেই৷ নতুন একটা খাঁচা পাতার কাজও শুরু হয়েছে৷ তাঁদের আশা, আজকের মধ্যেই সম্ভবত খাচাঁবন্দি হবে দক্ষিণরায়৷
বাঘ বন্দির এই খেলা দেখতে পাঁচদিন ধরে জেগে কুলতলির মানুষ৷ সোমবার সকাল হতেই জঙ্গলের সামনে ভিড় জমান তাঁরা৷ রয়েছে স্থানীয় থানার পুলিশও৷ পাঁচদিন আগে নদী পেরিয়ে কুলতলিতে ঢুকে পড়ে একটি বাঘ৷ তখন পায়ের ছাপ দেখে বাঘের ‘লোকেশন’ খুঁজে বের করেন বন দফতরের কর্মীরা৷ তারপরই জাল দিয়ে ঘিরে ফেলা হয় জঙ্গল৷ খাঁচা পেতে বাঘের অপেক্ষায় বসে থাকেন বনকর্মীরা৷ একটি ছাগল টোপ হিসাবে ব্যবহার করা হয়৷ কিন্তু অপেক্ষাই সার৷ বাঘের দেখা মেলেনি৷
তবে মাঝে মধ্যে তার হালুম হালুম ডাক শুনতে পাওয়া যাচ্ছিল৷ বনদফতর বাঘটিতে খাঁচাবন্দি করার চেষ্টা করেন৷ কিন্তু বারবার পালিয়ে যায় সে৷ তবে বাঘ-মানুষের লুকোচুরি খেলা এবার শেষের দিকে৷ বনকর্মীরা জানিয়েছেন, ২০ মিটারের মধ্যে বাঘটি রয়েছে৷ সেখানে খাঁচা পাতার কাজ চলছে৷ প্রস্তুত থাকতে বলা হয়েছে বাঘ বিশেষজ্ঞদের৷ দেখলেই যেন ঘুমপাড়ানি গুলি দিয়ে বাঘটিকে ঘুম পাড়িয়ে দেন তাঁরা৷
আরও পড়ুন: Deocha Pachami Maoist Posters: দেউচা পাচামি প্রস্তাবিত কয়লা খনি এলাকায় মাওবাদী পোস্টার