পুরুলিয়া: কুর্মি সমাজের ডাকে কালা দিবস পালন পুরুলিয়াতে। তপশিলি তালিকায় নাম নথিভুক্ত করতে হবে এই দাবিতে সোমবার বিক্ষোভ মিছিল করেন কুর্মি সমাজের লোকেরা।
এদিন দুপুর ১টায় শহরের বিটি সরকার রোড থেকে মিছিল করে জেলাশাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখান তাঁরা। মিছিলের নেতৃত্ব দেন আদিবাসী কুর্মি সমাজের নেতা অজিত মাহাতো। প্রায় ৩০০ জন আদিবাসী কুর্মি সমাজের লোকজন এই মিছিলে অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: ট্রেনে ‘কলকাতা টু চেন্নাই’, মন্ত্রী বিরবাহাকে নিয়ে ফেসবুকে পোস্ট ইজরায়েলের
১৯৪৭ সালে দেশ স্বাধীন হয়। ১৯৫০ সালের ৬ সেপ্টেম্বর তপশিলি উপজাতি তালিকা থেকে তাঁদের বাদ দেওয়া হয়। সেই থেকে পুনরায় তপশিলি উপজাতি তালিকায় যুক্ত হওয়ায় জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করে যাচ্ছে আদিবাসী কুর্মি সমাজ। ৬ সেপ্টেম্বর তাঁরা কালা দিবস পালন করে থাকে। তাঁদের তপশিলি তালিকায় নাম না তোলা পর্যন্ত তাঁরা এই আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।
আরও পড়ুন: ক্যাম্পাস খোলার দাবিতে শিক্ষামন্ত্রীকে চিঠি জুটার