ডেবরাঃ একের পর এক নাবালিকাকে ধর্ষণের ঘটনায় ভরে উঠেছে রাজ্যে।এবার ডেবরায় ফের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল। অভিযুক্ত ওই যুবক পলাতক। অভিযোগ দায়ের ডেবরা থানায়। ঘটনায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।
পুলিস জানিয়েছে, নির্যাতিতা ওই নাবালিকা পড়াশোনার জন্য মামার বাড়িতেই থাকত। রবিবার বিকেলে বাড়িতে কেউ ছিল না। সেই সময় বাড়িতে ঢুকে নাবালিকাকে ধর্ষণ করে ওই যুবক। বাড়ি ফিরে নাতনিকে রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখেন নাবালিকার দিদা।এরপরই খবর দেওয়া হয় থানায়। অভিযোগ জানান নির্যাতিতার দিদা। যুবকের নাম মঙ্গল মান্ডী।বাড়ি খানামোহান অঞ্চলে এলাকাতে।সূত্রের খবর, ওই যুবক বিবাহিত। নাবালিকার দিদিমা অভিযুক্ত যুবকের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেছেন। অভিযুক্ত যুবক পলাতক।
নাবালিকার দিদার অভিযোগ, গতকাল বিকেলে একটা কাজে বাইরে গিয়েছিলাম। বাড়ি ফিরে দেখি নানতি রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে প্রতিবেশীদের ডেকে পুলিসে জানানো হয়। পুলিস সোমবার মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ওই নাবালিকার মেডিক্যাল পরীক্ষা করায়। ঘটনার তদন্ত শুরু করেছে ডেবরা থানার পুলিস।
এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। মাঠে নেমেছে বিজেপি।বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাসের অভিযোগ, রাজ্যে ধর্ষণের মহামারী লেগে গিয়েছে। যেখানে মুখ্যমন্ত্রী ধর্ষণ কারীদের সাপোর্ট করে। সেখানে আমরা প্রতিবাদ জারি রাখবো। ধামা চাপা হতে দেবো না। তার পাটলা জবাব দিয়েছে তৃণমূলও। এই ঘটনায় ইতিমধ্যে মঙ্গল মান্ডীর খোঁজ চালাচ্ছে।
আরও পড়ুন সামান্হার শরীরের ট্যাটু মনে করিয়ে দেয় প্রাক্তন স্বামীকে