হাওড়া: পঞ্চায়েত ভোটার (Panchayet Election) ঠিক একদিন আগে সিপিএম (CPM) প্রার্থীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি, অভিযোগ উঠল তৃণমূলের (TMC) বিরুদ্ধে। হাওড়ার বালি জগাছা ব্লক চামড়াইল গ্রামের ঘটনা। সেখানকার গ্রাম সভার সিপিএম প্রার্থী অপর্ণা বায়রন বাড়িকে উদ্দেশ্য করে চলে বোমাবাজি। সুরক্ষা চেয়ে প্রশাসনের দ্বারস্থ হলেও কোনও সাহায্য মেনেনি বলেই জানান অপর্ণা। ঘটনার জেরে রীতিমত আতঙ্কিত হয়ে রয়েছেন তিনি।
এই প্রথম নয়।সিপিএম প্রার্থী হয়ে মনোনয়ন জমা দেওয়ার জন্য প্রথম থেকেই হুমকির শিকার হতে হয়েছে অপর্ণাকে। আর এই পুরো বিষয়ে অভিযোগের তীর শাসকদলের দিকে। সিপিএম প্রার্থী জানিয়েছেন, স্থানীয় তৃণমূল নেতৃত্বদের দাবি ওই এলাকায় তৃণমূল ছাড়া কাউকে ভোটে দাঁড়াতে দেওয়া যাবে না। তাই অপর্ণা ভোট মনোনয়ন জমা দেওয়ার প্রথম দিন থেকেই তাঁর বাড়িতে গিয়ে শাসানো হচ্ছে।তবুও তিনি জোরজবরদস্তি করেই মনোনয়ন জমা দিয়েছেন।
আরও পড়ুন: Panchayat Election 2023 | Alipurduar |একটিই আসন, সেখানে লড়াইয়ের ২৫ জন প্রার্থী
অপর্ণা আরও জানান, জোর করে মনোনয়ন জমা দিয়েছি।আর এখন বুথে দাঁড়াতে দিচ্ছে না। এরকম ভাবে কী করে চলবে? এরপর ঘটনায় পুলিশি তৎপরতা নিয়ে তিনি বলেন, বোমাবাজির ঘটনার পর তাঁর বাড়ির পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে হাজির হয়েছিলেন সাত-আটজন প্রশাসনিক করতে। কিন্তু তাঁরা কোনও পদক্ষেপ না করেই সেখানে থেকে চলে যান বলেই অভিযোগ।এরপর প্রশাসনের উপর ক্ষোভ উগরে দিয়ে অপর্ণা বলেন, এই ভোটার কোনও মানে হয় না। এটা কী ভোট যেখানে সিপিএম হয়ে মনোনয়ন জমা দেওয়া অপরাধ। বিরোধীদলের প্রার্থী হয়ে দাঁড়ালে রক্ত ঝরবে, জীবন দিতে হবে, এর বিচার পাব?
উল্লেখ্য সিপিএম প্রার্থী অপর্ণার বাড়ি উদ্দেশো করে তিনটি বোমা ছোঁড়া হয়। তারমধ্যে দুটি বোমা ফাটলেও একটি উদ্ধার করে লিলুয়া থানার পুলিশ।