বসিরহাট: এবার আরপিএফ-এর নাগালে জাল টিকিট কারবারি (Fake Ticket)। রাতের অন্ধকারে বড়সড় জাল টিকিটের পর্দা ফাঁস করল রেল পুলিশ। জাল টিকিট বিক্রি করে প্রতারণার অভিযোগে ওই ব্যক্তিকে গ্রেফতার করে বারাসাত আরপিএফ (Basirhat)। অভিযোগ, সফটওয়্যারের মাধ্যমে হ্যাকিং করে দূরপাল্লার ট্রেনের টিকিট সহ বিভিন্ন রেলের নথিপত্র জাল করত ওই ব্যক্তি (Hacker)।
বসিরহাটের বনবিবি সেতুর ঘটনা। ধৃত ব্যক্তি বছর ৩০-এর সাবির আলম মণ্ডল। তার বিরুদ্ধে অভিযোগ, সফটওয়্যারের মাধ্যমে হ্যাকিং করে দূরপাল্লার ট্রেনের টিকিট সহ বিভিন্ন রেলের নথিপত্র জাল করার। জানা যায়, দিল্লি রাজধানী এক্সপ্রেসের জাল টিকিট বিক্রি করেছে এক ব্যক্তিকে। রাজধানী এক্সপ্রেসের টিটিই টিকিট দেখতে চাইলে দেখেন পুরো টিকিটটিই জাল। কোথা থেকে ওই ব্যক্তি টিকিট কেটেছিলেন তা শোনার পর এই চক্রের কথা প্রকাশ্যে আসে।দেরি না করে প্রতারিত ব্যক্তি শিয়ালদহ রেল পুলিশে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে আরপিএফ সাবির আলম মণ্ডলকে গ্রেফতার করে। শুক্রবার রাতে হাসনাবাদ বাসস্ট্যান্ডে সাইবার ক্যাফেতে হানা দেয় শিয়ালদহ-বারাসাত আরপিএফ-এর আধিকারিকরা। পাশাপাশি তার সাইবার ক্যাফেও সিল করে দেয়। টিকিট জাল করার সমস্ত মেশিন উদ্ধার করে।
রেল পুলিশের অনুমান, দীর্ঘদিন ধরেই ধৃত সাবির বিভিন্ন সময় দূরপাল্লার ট্রেনের টিকিটের কারবারি করতো। তার বিরুদ্ধে একাধিক অভিযোগও রয়েছে। এবার এটাই দেখার এর সঙ্গে কোনও বড়সড় জাল টিকিট চক্রের কারবারি যুক্ত কি না, তদন্তে আরপিএফ।