জলপাইগুড়ি: বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান অব্যাহত। এবার মিনিবাস চালকদের সংগঠন। শিলিগুড়ির ঘটনা। রবিবার বিজেপির শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সংঙ্ঘ ও অন্যান্য দল ছেড়ে জলপাইগুড়ি – শিলিগুড়ি মিনিবাস চালক ও কর্মীদের বড় অংশ যোগ দিলেন তৃণমূলে।
আরও পড়ুন: সোমবার সংসদে ত্রিপুরা ইস্যুতে সরব হবে তৃণমূল
এদিন জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটি মার্কেটের কদমতলার বাসস্টান্ডে একটি কর্মসূচির আয়োজন করে শহরের যুব তৃণমূল কংগ্রেস। এই কর্মসূচির মধ্য দিয়ে দলে আসা কর্মীদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দিলেন যুব তৃণমূলের জেলা সভাপতি সৈকত চাট্যাজি। উপস্থিত ছিলেন যুব নেতা সুবীর অধিকারী সহ তৃণমূলের অন্যান্য নেতারা। এই দল পরিবর্তনের ফলে শিলিগুড়িতে জাতীয় মোটরকর্মী ইউনিয়ন এবার থেকে তৃণমূলের হয়ে কাজ করবে।
আরও পড়ুন: ত্রিপুরায় আদালতে যাওয়ার পথে আক্রান্ত তৃণমূল নেতা, আইনজীবীদের গাড়ি ভাঙচুর
এদিন তৃণমূলের মিনিবাস চালক কর্মীদের তরফ থেকে দলীয় পতাকা তুলে নিলেন স্বপন দাস, সঞ্জিত সিংহ, সুজয় রায়, ভোলা চক্রবর্তী, দীপক সরকার প্রভৃতি বাস কর্মীরা। মোট ৬৩ জন কর্মী এদিন তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন বলে জানিয়েছে তৃণমূল।