দাঁতন: বিধানসভা নির্বাচনে বিজেপির ভরাডুবির আঁচ পৌঁছল পঞ্চায়েতস্তরেও। ভোটে হারার পর থেকেই একের পর এক গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হয়েছে বিজেপির। ভোটের তিনমাস পেরিয়ে গেলেও সেই ধারা অব্যাহত। বৃহস্পতিবার বিজেপির হাতছাড়া হওয়া পশ্চিম মেদিনীপুরের দাঁতনে পঞ্চায়েত বোর্ড গঠন করল তৃণমূল। বৃহস্পতিবার দাঁতন ১ ব্লকের ৪ নং শালিকোঠা গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়। সেইসঙ্গে আরও এক বিজেপির জয়ী সদস্যকে দলে যোগদান করিয়ে শক্তি বাড়াল তৃণমূল।
আরও পড়ুন: টিকাকরণ সম্পন্ন হওয়ার পরেও কতজন করোনায় আক্রান্ত হয়েছেন, জানতে চাইল হাইকোর্ট
গত ৪ ঠা অগাস্ট বিজেপি পরিচালিত এই পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগে অনাস্থা প্রস্তাব আনে তৃণমূল। তারপর সেখানে ১০-০ ভোটে জয়ী হয়ে ঘাসফুল শিবির।
আরও পড়ুন: কুড়ি বছরেও হয়নি পাকা হয়নি সেতু, জীবনের ঝুঁকি নিয়েই যাতায়াত
প্রসঙ্গত উল্লেখ্য, গত ২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচনে ১৮ আসন বিশিষ্ট এই গ্রাম পঞ্চায়েতে উভয় পক্ষই ৯ টি করে আসনে জয়লাভ করে তৃণমূল ও বিজেপি। যদিও সেইসময় টসে জিতে পঞ্চায়েত দখল করে বিজেপি। তারপর এই বছর বিধানসভা নির্বাচনের আগে প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনেন বিজেপির পঞ্চায়েত উপপ্রধান অশোক বাগুলি। তারপরে বিজেপি ছেড়ে যোগদান করেন তৃণমূলে। পরে আরও একজন পঞ্চায়েত সদস্য যোগ দেন ঘাসফুল শিবিরে। তারপর গত ৪ ঠা অগাস্ট আস্থা ভোটে জয়ী হয়ে বোর্ড গঠন করে তৃণমূল। বর্তমানে পঞ্চায়েতে তৃণমূলে সদস্য সংখ্যা বেড়ে দাঁড়াল ১২। পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হন সঞ্জিদা বিবি ও উপপ্রধান হন অশোক বাগুলি।