বাঁকুড়া: আমার স্বামীর জীবনটা শেষ করে দিল। পাগল বানিয়ে ছাড়ল। নাম না করে বিজেপি বিধায়ক চন্দনা বাউড়িকে তোপ তাঁর ‘দ্বিতীয় স্বামী’ কৃষ্ণ কুন্ডুর স্ত্রী রূম্পার। চন্দনা বিরহে কাতর কৃষ্ণ দিনরাত মদ্যপান করে চলেছেন, দাবি তাঁর স্ত্রীর। নাওয়া-খাওয়া ভুলে চন্দনার নাম জপে চলেছেন কৃষ্ণ। এর জেরে ফের অসুস্থও হয়ে পড়েছেন শালতোড়া বিধানসভার বিজেপির কো-কনভেনার কৃষ্ণ।
জন্মাষ্টমীর দিন অসুস্থ হয়ে পড়েন তিনি। বমি ও শ্বাসকষ্ট দেখা দেয় তাঁর। মঙ্গলবার বিকেলে উপায় না দেখে স্বামীকে বাঁকুড়া সম্মিলনী হাসপাতালে ভর্তি করেন তিনি। রূম্পার কথায়, খাওয়া নেই, দাওয়া নেই, শুধু চন্দনার চিন্তায় মগ্ন স্বামী কৃষ্ণ। সেই চিন্তা নিয়ে দিনের পর দিন আরও বাড়ছে বই, কমছে না। এর জেরেই অসুস্থ হয়ে পড়ছে সে।
সপ্তাহ খানেক আগে স্বামীকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যান রূম্পা। কিন্তু বাড়ি ফিরলেও চন্দনার চিন্তা পিছু ছাড়ছে না কৃষ্ণর। রূম্পার দাবি, বাড়ি ফেরার পর থেকেই মনমরা হয়ে রয়েছে। কাজ করার কোনও ইচ্ছে নেই। সবসময় শুধু পালাই পালাই মন! মদ গিলছে আর বার বার শুধু চন্দনার নাম। বার বার ফোন করে চন্দনার সঙ্গে কথা বলতে চাইছে।
আরও পড়ুন: চন্দনাকে ক্ষমা করব না… কাঁদতে কাঁদতে বললেন রুম্পা
রুম্পার কথায়, চিকিৎসকরা জানিয়েছিলেন কৃষ্ণর মানসিক চিকিৎসার প্রয়োজন। স্বামীকে সুস্থ করতে বিভিন্ন জায়গা ছুটে বেড়িয়েছেন রূম্পা। কিন্তু কাজের কাজ কিছু হয়নি। সোমবার থেকে কৃষ্ণ বমি করতে থাকে। সঙ্গে শ্বাসকষ্ট শুরু হয়। স্বামীর অসুস্থতা বাড়তে দেখে মঙ্গলবার বাঁকুড়া সম্মিলনী হাসপাতালে কৃষ্ণকে ভর্তি করেন স্ত্রী রূম্পা।
কয়েক সপ্তাহ আগে কৃষ্ণ কুন্ডুকে বিয়ে করার অভিযোগ উঠে শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ির বিরুদ্ধে। সকলের অগোচরে তিনি গাড়িচালক তথা শালতোড়া বিধানসভার বিজেপির কো-কনভেনার কৃষ্ণকে বিয়ে করেছেন বলে খবর ছড়ায়। যদিও সোশ্যাল মিডিয়ায় এবং সংবাদমাধ্যমের কাছে তা অস্বীকার করেন চন্দনা। অপপ্রচার বলে দাবি করেন তিনি।
আরও পড়ুন: স্বামী-সন্তান ছেড়ে গাড়ি চালককে ‘বিয়ে’ শালতোড়ার বিজেপি বিধায়কের
তাঁর স্বামী শ্রাবণ বাউড়িও চন্দনাকে পাশে বসিয়ে একই দাবি করেন। এই ঘটনার পর থেকেই কৃষ্ণ অসুস্থ হতে শুরু করে বলে দাবি কৃষ্ণর স্ত্রী রুম্পার। স্বামীর মাথা খারাপ হয়ে গিয়েছে বলেও দাবি করেন তিনি। কৃষ্ণর এহেন অবস্থার জন্য শালতোড়ার বিধায়ক চন্দনাকেই দায়ী করছেন রুম্পা।