জলপাইগুড়ি: দু’বছর বিজেপিতে (BJP) থেকেও দলের বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারেননি৷ পাননি প্রাপ্য সম্মান৷ তাই পদ্ম সফর সেরে আবার পুরনো দলেই ফিরে গেলেন জলপাইগুড়ি (Jalpaiguri BJP) জেলার বিজেপির সহ সভাপতি ধর্তিমোহন রায়৷ সোমবার তিনি যোগ দেন তৃণমূলে (TMC)৷ ধর্তিমোহন রায়ের হাতে দলের পতাকা তুলে দেন তৃণমূলের জেলা সভানেত্রী মহুয়া গোপ৷ তিনি জানান, কিছু ভুল বোঝাবুঝির কারণে উনি দু’বছর আগে তৃণমূল ছেড়েছিলেন৷ আবার ফিরে আসার আবেদন করলে সবার সম্মতিতে তাঁকে দলে ফিরিয়ে নেওয়া হয়৷
বিধানসভা ভোটের পর থেকেই জেলায় জেলায় বিজেপিতে ভাঙন অব্যহত৷ গেরুয়া শিবিরের দূর্গ বলে পরিচিত উত্তরবঙ্গেও শক্তিক্ষয় হতে থাকে বিজেপির৷ অনেক নেতাই দল ছেড়ে তৃণমূলে যোগ দেন৷ এবার ঘর ওয়াপসি হল বিজেপির জলপাইগুড়ি জেলা কমিটির সহ সভাপতি ধর্তিমোহন রায়ের৷ তৃণমূলে ফিরে আসার পর তিনি বলেন, ‘২০১৯-এর জানুয়ারিতে বিজেপিতে যোগ দিয়েছিলাম৷ কিন্তু দু’বছরে নেতাদের বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারিনি৷ তাছাড়া ওখানে কাজ করতে অসুবিধা হচ্ছিল৷’ সম্মানও পাননি বলে অভিযোগ তাঁর৷
ধর্তিমোহন রায়ের দলত্যাগকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি৷ দলের যুবমোর্চার জেলা সভাপতি পলেন ঘোষ জানান, এঁরা নিজেদের আখের গোছাতে এই দল সেই দলে ঘুরে বেড়ান৷ সম্মান না দিলে তাঁকে জেলার সহ সভাপতি করা হত না৷ প্রতিক্রিয়ায় ধর্তিমোহন রায় বলেন, ‘ওই পদের কোনও গুরুত্ব ছিল না৷ নামেই জেলার সহ সভাপতি ছিলাম৷ তাই পুরনো দল তৃণমূলে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিই৷’ ধর্তিমোহনের যোগদান নিয়ে তৃণমূলের জেলা সভানেত্রী মহুয়া গোপ জানিয়েছেন, তৃণমূল ছাড়া আর তো কোনও দল নেই৷ এখন তৃণমূল কংগ্রেস মানুষের দলে পরিণত হয়েছে৷ বিজেপির বিধায়করাই তৃণমূলে যোগ দিচ্ছেন৷ ধর্তিবাবু তো দলেরই পুরনো কর্মী ছিলেন৷
আরও পড়ুন: Hooghly Road Condition: বেহাল রাস্তা, প্রতিবাদে গাছের গুঁড়ি ফেলে অবরোধ বৈদ্যবাটিতে