ব্রহ্মা জানেন গোপন কম্মটি জনপ্রিয় এই বাংলা ছবিতে এক মহিলা পুরোহিতের কথা নিশ্চয়ই মনে আছে। সমস্ত সামাজিক বাধা পেরিয়ে শবরী চার হাত এক করেছিল। ছবিটি রুপোলি পর্দায় হাততালি কুড়িয়েছিল যথেষ্টই। এবার পুজো আর্চায় পুরুষতান্ত্রিকতার স্টিরিওটাইপ ভেঙে মহিলা পুরোহিতের হাত ধরেই হল দেবী দুর্গার আরাধনা।
মুর্শিদাবাদের বহরমপুরে খাগড়ায় স্থানীয়দের মহিলারা মিলে দুর্গাপুজো পরিচালনা করলেন। গত বছর থেকেই অতিমারির আবহে শুরু হয়েছে এই পুজো। মহিলা পরিচালিত এ পুজো কমিটির নাম দুর্গা বাহিনী। শুধু পুজোই নয়। ঢাক বাজাচ্ছেন যাচ্ছেন একজন মহিলা।
আরও পড়ুন: স্বাধীনতা-দেশভাগের যন্ত্রণা থেকে মুক্তি পেতে শুরু হয় ঘোষ বাড়ির দুর্গাপুজো
বৃহস্পতিবার খাগড়ার পূজামণ্ডপে মহিলা পুরোহিত দেখতে ভিড় জমান দর্শনার্থীরা। পুজো শুরুর পর থেকে প্রতিদিনই ভিড় বাড়ছে মহিলা পুরোহিত দেখার জন্য।
আরও পড়ুন: ষোড়শ শতকে সূচনা, কালের বদলে একবিংশেও অব্যাহত বৈকুন্ঠপুর রাজবাড়ির পুজো
দেবী আরাধনায় মহিলা পুরোহিত
পুজো কমিটির সম্পাদক মৌসুমী ঘোষ বলেন, রাজ্য সরকারের থেকে ৫০ হাজার টাকা অনুদান পাওয়া পুজোর জৌলুস বেড়েছে। মহিলাদের ঢাকের আওয়াজ, মন্ত্রোচ্চারণ আর নাচে গানে মুখরিত পুজো মন্ডপ।