আসানসোল: সোমবার রাতে আসানসোলের (Asansol Accident)কালিপাহাড়ির কাছে জাতীয় সড়কের উপর দুর্ঘটনায় পড়ল এক অ্যাম্বুলেন্স (Ambulance Accident)। দুর্ঘটনার পর থেকে অ্যাম্বুল্যান্সের চালককে খুঁজে পাওয়া যায়নি বলে পুলিস সূত্রে জানা যায়। দুর্ঘটনায় অ্যাম্বুল্যান্সের ভিতর থাকা মুমূর্ষু এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মৃত রোগীর নাম রামকৃষ্ণ শর্মা। তাঁর বাড়ি আসানসোলের সীতারামপুরে।
জামুড়িয়া থানার পুলিস ও স্থানীয় গোবিন্দনগরের বাসিন্দারা জখম অবস্থায় তাঁদের উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠালে অ্যাম্বুল্যান্সের মধ্যে থাকা বৃদ্ধ রোগীকে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। অন্য আরেক আরোহীকে হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে, অ্যাম্বুল্যান্সে থাকা মিথিলেশ শর্মা বলেন, আমরা কলকাতা থেকে বাবাকে নিয়ে সীতারামপুর যাচ্ছিলাম।হঠাৎই আইসিইউ যুক্ত এই অ্যাম্বুল্যান্সটি কালিপাহাড়ির কাছে ওয়ানওয়ে রাস্তা ধরার সময় বাঁক নিতে গিয়ে উল্টে যায়।
হৃদরোগে ভোগা বৃদ্ধ রামকৃষ্ণ শর্মার চিকিৎসা চলছিল কলকাতায়। সম্পূর্ণ সুস্থ না হয়ে উঠলেও তাঁকে নিয়ে আসানসোলের সীতারামপুরে ফিরছিলেন বাড়ির লোক। সঙ্গে ছিলেন ছেলে মিথিলেশ শর্মা। কলকাতা থেকেই আইসিইউ সুবিধাযুক্ত অ্যাম্বুল্যান্স করে তাঁরা আসানসোলের দিকে যাচ্ছিলেন। কলকাতা থেকে ফিরতে খানিকটা রাত হয়ে গিয়েছিল। কলকাতার অ্যাম্বুল্যান্স চালক তাই বেশ দ্রুতগতিতে গাড়ি চালাচ্ছিলেন। প্রবল ঠান্ডায় ও ঘন কুয়াশাও ছিল রাস্তায়। সব মিলিয়ে দ্রুতগতিতে থাকা অ্যাম্বুল্যান্স বাঁকের মুখে উল্টে যায় বলে পুলিস সূত্রে জানা গিয়েছে।
আরও পড়ুন Midnapore: বাঁ হাতে অপারেশন অথচ কাটা গেল ডান হাত! চিকিৎসায় গাফিলতির অভিযোগ রেলকর্মীর পরিবারের