কোচবিহার: প্রায় ২৫ কেজি ওজনের একটি ডলফিনের মাংস পাচার করার অভিযোগ। উদ্ধার করা হয়েছে ডলফিনের মাংস। এই ঘটনায় গ্রেফতার ১। ঘটনাটি কোচবিহারের তুফানগঞ্জের।
আরও পড়ুন: পাথর শিল্পীদের পাশে শ্রীকান্ত
সূত্রে খবর, আক্কাস আলি শেখ নামে এক ব্যক্তি ডলফিনটিকে ৬৫ হাজার টাকায় সমীর শেখ নামে এক ব্যাক্তির কাছে বিক্রি করে। এই ঘটনা জানাজানি হতেই রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায়। তুফানগঞ্জ থানার পুলিশের সহযোগিতায় বন দফতর অভিযুক্ত আক্কাস আলি শেখকে গ্রেপ্তার করে। ধৃত ব্যক্তির বাড়ি তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের দক্ষিণ চিলাখানার চরপাড়া এলাকায়। ৪ টিন ডলফিনের মাংস উদ্ধার করেছে বন দফতর।
আরও পড়ুন: হাতি খেল রেশনের চাল
পুলিশ জানিয়েছে, বন্যপ্রাণ সংরক্ষণ আইনে ওই ব্যক্তির বিরুদ্ধে একাধিক মামলা রুজু করা হয়েছে। শনিবার তাঁকে তুফানগঞ্জ মহকুমা আদালতে তোলা হলে আদালত ৫ জুলাই পর্যন্ত অভিযুক্তকে জেল হেফাজতে রাখার নির্দেশ দেয়। এই ঘটনার সাথে যুক্ত আরও এক ব্যক্তি সমীর শেখ পলাতক বলে জানা গিয়েছে। বন দফতরের অনুমান, ডলফিনের মাংস মূলত পাচার করাই উদ্দেশ্য ছিল। গ্রামবাসীদের তৎপরতায় ধরা পড়ে অভিযুক্ত। প্রতি বছর বর্ষার মরশুমে প্রচুর ডলফিনের দেখা মেলে কালজানি নদীতে। সেখান থেকে ধরেই বেআইনিভাবে পাচার করার ধান্দায় ছিল দুষ্কৃতীরা।