বাঁকুড়া : দাবি মত চাঁদা দেননি ব্যবসায়ী। তাই সেই ব্যবসায়ীকে ধরেই মারধর করল পুজো উদ্যোক্তারা। বৃহস্পতিবার সন্ধ্যে বেলায় ঘটনাটি ঘটেছে বাঁকুড়া শহরের রাসতলা এলাকায়। এই ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ।
আরও পড়ুন : দাবি মতো চাঁদা না দেওয়ায় কচুরি বিক্রেতাকে ফুটন্ত তেলে ফেলার অভিযোগ
বাঁকুড়ার ইন্দপুর থানার ডুমুরতোড় গ্রামের বাসিন্দা প্রনব কুণ্ডু। জিনিস কিনতে বুধবার তিনি শহরের নতুনগঞ্জ বাজারের কাছে গাড়ি রেখে পার্শ্ববর্তী রাসতলা বাজারে কেনাকাটা করছিলেন। সেই সময় কয়েকজন যুবক তাঁর কাছে কালীপুজোর মোটা অঙ্কের চাঁদা চায় বলে অভিযোগ। তাদের দাবি মতো চাঁদা দিতে রাজি হননি ব্যবসায়ী প্রনব কুণ্ডু। এরপরে চাঁদা চাওয়া নিয়ে ওই যুবকদের সঙ্গে তাঁর বচসা বাধে। তাঁকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে ব্যাপক মারধর করে পালিয়ে যায় তারা। এই ঘটনায় মাথায় আঘাত লাগে ব্যবসায়ীর। খবর পেয়ে জখম ব্যবসায়ীকে নিয়ে প্রথমে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে যান ব্যবসায়ীর আত্মীয়রা। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তিনি বাঁকুড়া সদর থানায় লিখিত অভিযোগ জানান। পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ রাসতলা এলাকা থেকে ৩ জনকে আটক করেছে।