দুর্গাপুর : পুরসভা অভিযানে পুলিসের সঙ্গে ধস্তাধস্তির ঘটনায় গ্রেফতার করা হল এক সিপিএম কর্মীকে। বুধবার, ‘রক্ষা করো তোমার শহর আমার শহর দুর্গাপুর’ কর্মসূচিকে সামনে রেখে দুর্গাপুর সিটি সেন্টার থেকে সিপিএম সমর্থকদের বিশাল মিছিল বের হয়। মিছিল এসে শেষ হয় দুর্গাপুর পুরসভার সামনে। সেখানে ব্যারিকেড ভাঙতে গিয়েই সিপিএমের কর্মী-সমর্থকদের সঙ্গে পুলিসের ধস্তাধস্তি হয়। ঘটনায় চোট পান ডিসি ট্রাফিক। জখম হন চার সিপিএম সমর্থকও।
দুর্গাপুর পুরসভায় ঘেরাও অভিযানে আহত হন ডিসি ট্রাফিক আনন্দ রায়। ওই দিন রাতেই সিপিএমের এক সমর্থক রমেশ প্রামাণিক এবং তাঁর বাবা বীরেন প্রামাণিককে আটক করে পুলিস। পরে বীরেন প্রামাণিককে ছেড়ে দেওয়া হলেও ছেলে রমেশ প্রামাণিককে গ্রেফতার করা হয়। সিপিএম নেতা পঙ্কজ রায় সরকারের অভিযোগ, মহিলা পুলিস ছাড়া রাতের বেলা তাঁদের কর্মী সমর্থকদের বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের টানাহেঁচড়া করে থানায় নিয়ে গিয়েছে পুলিস। সেই সব পুলিস কর্মীদের বিরুদ্ধে মামলা করবেন বলেও হুমকি দিয়েছেন তিনি।
সিপিএমের দুর্গাপুর পুরসভা ঘেরাও অভিযানে পুলিস ও সিপিএমের ধস্তাধস্তিতে জখম হয়েছিলেন ডিসি ট্রাফিক। ধাক্কাধাক্কিতে ড্রেনে পড়ে গিয়ে শিরদাঁড়ায় চোট পান তিনি। তাঁকে উদ্ধার করে দুর্গাপুরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পুলিস কর্তাকে কলকাতার এসএসকেএম হাসপাতালে আনার কথা ভাবছে পুলিস।