তিন মাস পর রাজ্যে করোনায় মৃতের সংখ্যা নামল ১০-এ। যদিও এখনও চিন্তায় রাখছে কলকাতা, উত্তর ২৪ পরগনা এবং জলপাইগুড়ি, দার্জিলিং। স্বাস্থ্য দফতরের মেডিকেল বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘন্টায় রাজ্যে আক্রান্ত হয়েছেন ৮৮২ জন । যা গতকালের তুলনায় সামান্য কম । সুস্থ হয়েছেন ১০২৫ জন । সবমিলিয়ে রাজ্যে পজিটিভিটি রেট বর্তমানে ১.৫৪ শতাংশ। সুস্থতার হার ৯৭.৯৩ শতাংশ।
আরও পড়ুন শিশিরবাবুর সাংসদ পদ খারিজ প্রশ্নে মুখে কুলুপ শুভেন্দুর
মৃতের পাশাপাশি রাজ্যে কমেছে সংক্রমণও। গত ২৪ ঘন্টায় রাজ্যে মোট করোনা অ্যাক্টিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ১৩৪৮৪ জনে । যা গতকালের তুলনায় অনেকটা কম। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনায় আক্রান্ত ১৫ লক্ষ ১৬ হাজার ৪৮১ জন। মোট মৃতের সংখ্যা ১৭ হাজার ৯৮০। রাজ্যে সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। যেখান থেকে মোট আক্রান্ত হয়েছেন ৮৯ জন। দ্বিতীয় স্থানে রয়েছে জলপাইগুড়ি যেখানে আক্রান্ত ৭৯ জন ।তৃতীয় স্থানে রয়েছে জেলা কলকাতা ।সেখানে আক্রান্ত ৭৭ জন। এবং চতুর্থ স্থানে দার্জিলিং। সেখানে আক্রান্ত ৬৫ জন ।অন্য জেলার তুলনায় এদিন দার্জিলিঙে কিছুটা হলেও সংক্রমণের হার নিম্নমুখী। স্বভাবতই যা স্বস্তি বাড়াচ্ছে উত্তরবঙ্গে। বেশ কয়েক দিনের সংক্রমনের গ্রাফে এগিয়ে ছিল জেলা দার্জিলিং। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা সমস্ত জেলাতেই ৯০ এর নিচে।
আরও পড়ুন বিধায়ক হিরণকে খুঁজছে খড়গপুর
আক্রান্তের পাশাপাশি রাজ্যে মৃতের সংখ্যাও ক্রমশ নিম্নমুখী । গত ২৪ ঘণ্টায় রাজ্যের স্বাস্থ্য দফতরের মেডিকেল বুলেটিন অনুযায়ী করোনায় মারা গেছেন মাত্র ১০ জন। এরমধ্যে নদিয়ায় মৃত ২। হুগলিতে মৃত ৩। পূর্ব মেদিনীপুরে মৃত ২ এবং উত্তর ২৪ পরগনা ১। কলকাতায় মৃত ২ । এই ৫ জেলা ছাড়া ২৪ ঘণ্টায় রাজ্যের বাকি ১৮ টি জেলায় কোন রোগীর মৃত্যু হয়নি । যা নিঃসন্দেহে খুশির খবর রাজ্যবাসীর কাছে।চলতি বছরের শুরুর দিকে রাজ্যে যে হারে বৃদ্ধি পেয়েছিল করোনা সংক্রমনের হার তা মোকাবিলা করতে তৎপর হয়ে ওঠে রাজ্য সরকার। বিভিন্ন জায়গায় সংক্রমনের গতি বুঝে বিভিন্ন জায়গাকে মাইক্রোকনটেনমেন্ট জোনে পরিণত করে। যার ফলে সংক্রমণের হার কমে ক্রমশ বাড়ছে সুস্থতার হার।
আরও পড়ুন কোভিডে ভিড় এড়াতে বাড়ছে মেট্রো সংখ্যা