অনলাইনেই হবে ভারতের বিভিন্ন রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কগুলির নিয়োগ পরীক্ষা। ইন্সিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশান সর্বভারতীয় ভিত্তিতে ‘অনলাইন পরীক্ষা’টি নেবে। পরীক্ষাটি হবে ২ টি ধাপে। প্রথমে ধাপে প্রিলিমিনারি পরীক্ষা ও তাতে কোয়ালিফাই নম্বর পেলে দ্বিতীয় ধাপে প্রধান পরীক্ষা। এই পরীক্ষায় সফল হলে নাম অ্যালকেশনের জন্য পাঠানো হবে । এই পদের চাকরিতে কোনও ইন্টারভিউ নেই। প্রধান পরীক্ষায় পাওয়া নম্বর দেখে মেধা তালিকা তৈরি হবে ও নিয়োগ হবে বিভিন্ন রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কে।
আরও পড়ুন রেকর্ড গরম, মৃত্যু বহু
‘ক্লারিক্যাল ক্যাডারে’র পাশাপাশি নেওয়া হবে ইন্সিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশনের কমন রিক্রুটমেন্ট প্রসেস ফর রিক্রুটমেন্ট ইন ক্লার্কস ইন পার্টিসিপেটিং অর্গানাইজেশন পরীক্ষার মাধ্যমে ।
আরও পড়ুন ভাঙা দল নিয়ে ইতালির বিরুদ্ধে কতটা লড়বে বেলজিয়াম?
এই পরীক্ষার ক্ষেত্রে যে কোনও শাখার ডিগ্রি কোর্স পাশ করা প্রার্থীরাই আবেদন করতে পারবেন। তবে কম্পিউটার অপারেশন / ল্যাঙ্গোয়েজের সার্টিফিকেট/ ডিপ্লোমা/ ডিগ্রি কোর্স পাশ করতে হবে । এ ছাড়াও স্কুল কিংবা কলেজ বা যে কোনও ইন্সটিউটে কম্পিউটার বা ইনফর্মেশন টেকনোলজির কোনও একটি বিষয়ে জানতে হবে। তবেই মিলতে পারে চাকরি।
আরও পড়ুন ঊর্ধ্বমুখী গ্রাফ, রাজ্যে সংক্রমণ ছাড়াল ১৫ লাখ